২১ আগস্টে রাজ্যের ছোট বড় ইমাম সংগঠনগুলোকে একত্রিত করে কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সমাবেশের আয়োজন করা হয় অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর তরফ থেকে। এই সভা থেকেই ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতার পরিমান ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনাকে ঘিরে বাংলা এবিপি লাইভের নামে একটি গ্রাফিক পোস্টকার্ড বেশ ভাইরাল হচ্ছে। ভাইরাল এই পোস্টকার্ডে লেখা হয়েছে,” নিজের গয়নাগাটি, আইফোন, ট্রেডমিল আর ভাইপোর কিডনি বেচে ইমাম-পুরোহিতদের ৫০০ টাকা ভাতা বাড়ালেন মমতা।“ আসলেই কি এরকম কোন লেখা যুক্ত পোস্টকার্ড এবিপি আনন্দের তরফ থেকে শেয়ার করা হয়েছে বা আসলেই কি ভাতা বৃদ্ধির সময় মুখ্যমন্ত্রী এরকম কোন কথা বলেছেন ? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই প্রতিবেদন।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। এবিপি আনন্দের তরফ থেকে শেয়ার করা একটি পোস্টকার্ডকে সম্পাদিত করে ভাইরাল এই পোস্টকার্ডটি বানানো হয়েছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল এই পোস্টকার্ডটি কি এবিপি আনন্দের তরফে তৈরি করা ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এবিপি আনন্দের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ভালো করে খতিয়ে দেখি। ফলে, এবিপি আনন্দের ফেসবুকে প্রোফাইলের ছবি গ্যালারিতে একই রকম কিন্তু ভিন্ন লেখা যুক্ত একটি পোস্টকার্ড পাওয়া যায় যেখানে লেখা হয়েছে,” ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা বাড়ল ৫০০ টাকা করে: মমতা।“ কিন্তু হুবহু ফেসবুক পোস্টের লেখা যুক্ত কোন পোস্টকার্ডের উল্লেখ পাওয়া যায়না।

নীচে ভাইরাল ফেসবুক পোস্টের গ্রাফিক ও আসল গ্রাফিকের তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

ভাতা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন,” আমার ক্ষুদ্র সামর্থ্য। তার মধ্যেই আমি বলছি ইমামদের ৫০০ এবং মোয়াজ্জেমদের জন্যও ৫০০ টাকা বাড়ালাম। আর পুরোহিতদের জন্যও ৫০০ টাকা বাড়ানো হল। ইমাম-মোয়াজ্জেম ছাড়া যে কোনও সংখ্যালঘু সম্প্রাদায়ের যাঁরা রয়েছেন, তাঁরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চান ৫ লক্ষ টাকা গ্যারেন্টার আপনাদের দেবে রাজ্য সরকার। এছাড়া মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন। ঘর আমরা আবার করে দেব।“

নিজের গয়নাগাটি, আইফোন, ট্রেডমিল সহ ভাইপোর কিডনি বিক্রি করে যে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতার টাকা ৫০০ টাকা বাড়ানো হয়েছে তার কোন উল্লেখ কোন প্রতিবেদনে পাওয়া যায়না।

তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, এবিপি আনন্দের নামে ভাইরাল এই গ্রাফিকটি সম্পাদিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। এবিপি আনন্দের তরফ থেকে শেয়ার করা একটি পোস্টকার্ডকে সম্পাদিত করে ভাইরাল এই পোস্টকার্ডটি বানানো হয়েছে।

Avatar

Title:নিজের গয়নাগাটি, আইফোন,ট্রেডমিল আর ভাইপোর কিডনি বিক্রি করে ইমাম-পুরোহিতদের ভাতার ৫০০ টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী ? জানুন ভাইরাল গ্রাফিকের সত্যতা

Written By: Nasim Akhtar

Result: Altered