
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, KIFF-এর মঞ্চে মমতা ব্যানার্জির অনুরোধে অরিজিত সিং গাইলেন ’গেরুয়া’ গান। যা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির বার্তা বহন করছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জি অরিজিত সিংকে ইশারার মাধ্যমে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছেন। তারপরেই অরিজিত ’গেরুয়া’ গানের দুই লাইন গেয়ে নিজের বক্তব্যের ইতি টানলেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “গেরুয়া ! আজকের ফিল্মোত্সবের অনুষ্ঠানে অরিজিৎ সিং ! দিদিকেই চমকে দিলেন মনে হচ্ছে ! হাততালিতে জোশ নেই ! পাশেই বিশ্ববিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী !“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। KIFF-এর মঞ্চে অরিজিত সিং-এর গেরুয়া গান গাওয়ার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
উল্লেখ্য, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ( KIFF ) পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ দ্বারা আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ( কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল,KIFF ) ২৮তম সংস্করণটি রাজ্যের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় ১৫ থেকে ডিসেম্বর, ২০২২ তারিখ অবধি অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান, ইয়াংরি ম্যান আমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, রানি মুখার্জি, বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলি সহ টলিউডের বিভিন্ন শিল্পীরা।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা KIFF ( কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের লাইভ ভিডিওটি খুঁজে বের করি। লাইভ ভিডিওটি ৩ ঘণ্টা ১৯ মিনিটের। ২ ঘণ্টা ১৬ মিনিট ২৮ সেকেন্ডে অরিজিত সিংকে মঞ্চে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ করা হয়।
অরিজিৎ সিং KIFF ইভেন্ট আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তার বক্তৃতা শুরু করেন। এরপর, তিনি কোভিড-১৯ মহামারীর পরে ব্যক্তিগতভাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি কতটা অভিভূত হয়েছিলেন সে সম্পর্কে কথা বলেছিলেন এবং তিনি আশা করেন যে এই উৎসব আগামী বছরগুলির জন্যও সংগঠিত হবে।
তারপর দেখা যায়, মমতা ব্যানার্জি ইশারার দ্বারা অরিজিত সিংকে কিছু বলছেন। সেই সময়ই আমরা শুনতে পাচ্ছি মঞ্চস্থ কয়েকজন ব্যক্তি অরিজিৎ সিংকে “বোঝে না সে বোঝে না” গানটি গাওয়ার অনুরোধ করছেন যার উত্তরে তিনি বললেন যে শাহরুখ খান যখন তার সামনে বসে আছেন তখন তিনি কীভাবে অন্য কিছু গাইতে পারেন। তারপর সে বলে আমি তাড়াতাড়ি দুই লাইন গাইব। তারপরে গাইলেন ‘বোঝে না সে বোঝে না’। তারপর ‘গেরুয়া´গানের এক লাইন।
প্রসঙ্গত বলে রাখা ভালো, গেরুয়া গানটি শাহরুখ খান অভিনিত চলচিত্র ’দিলওয়ালে’র একটি সুপারহিট গান। গানটি গেয়েছিলেন অরিজিত সিং।
নীচে ভাইরাল ভিডিও ও আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
তথ্য ও প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে’গেরুয়া’ গানটি গাওয়ার আগে তিনি বাংলা গান ’বোঝে না সে বোঝে না’ গেয়েছিলেন যা সম্পাদিত করে বাদ দেওয়া হয়েছে। গানটি শাহরুখ খানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেই গেয়েছিলেন অরিজিত সিং।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। KIFF-এর মঞ্চে অরিজিত সিং-এর গেরুয়া গান গাওয়ার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।

Title:KIFF-এর মঞ্চে অরিজিত সিং-এর গেরুয়া গান গাওয়ার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত
Fact Check By: Nasim AkhtarResult: False