
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে, একটি গাড়িকে ঘিরে বিক্ষোভকারীরা কালো পতাকা ছুড়ছেন ও স্লোগান দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে একে বিহারের ঘটনা হিসেবে দাবি করছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বিহারে বিজেপির নেতাদেরকে তাড়া করলো স্থানীয় বাসিন্দা 🤣🤣।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি হিমাচল প্রদেশের। এই ভিডিওটি হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা ও মন্ত্রী জগৎ সিং নেগির বিরুদ্ধে প্রতিবাদের।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ‘wisehimachal’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ২৭ জুলাইয়ের এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”রাজস্ব মন্ত্রী জগত সিং নেগি সেরাজ বিধানসভা এলাকায় দুর্যোগ কবলিত অঞ্চলে সফরের সময় বিজেপি কর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন। তিনি যখন জানজেহলি পৌঁছান, তখন বিজেপি মন্ডল সভাপতি ভীষ্ম ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভকারীরা কালো পতাকা দেখান, “গো ব্যাক” স্লোগান তোলেন এবং মন্ত্রীর গাড়ির দিকে জুতা ও পতাকা ছুড়ে মারেন।“
দৈনিক ভাস্করের একটি প্রতিবেদনের শিরোনামেই উল্লেখ রয়েছে— ‘হিমাচলে মন্ত্রীর গাড়িতে কালো পতাকা ও জুতা ছোড়া: ৫৭ জনের বিরুদ্ধে এফআইআর, বিজেপির নিন্দা, বিন্দল বললেন – জনতার কণ্ঠরোধ করা হচ্ছে’। ওই প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

নিউজ১৮-এর উপস্থাপন অনুযায়ী, ২৫ জুলাই, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হিমাচলের মাণ্ডি জেলার সেরাজ এলাকায় জগত সিং নেগিকে তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল। প্রতিবাদকারীরা তাঁর গাড়ির ওপর কালো পতাকা ছুঁড়ে মারেন। এই প্রতিবাদ সংক্রান্ত ভিডিওটি উক্ত চ্যানেলে ২ মিনিট ৩২ সেকেন্ড সময়ে দেখা যাবে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে,স্থানীয় বাসিন্দাদের দ্বারা বিজেপির নেতাকে তাড়া করার সংশ্লিষ্ট এই দাবিটি ভুয়ো। ভিডিওটি হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা ও মন্ত্রী জগৎ সিং নেগির বিরুদ্ধে প্রতিবাদের।

Title:হিমাচল প্রদেশে কংগ্রেস নেতার বিরুদ্ধে হওয়া পুরনো বিক্ষোভের ভিডিওকে বিহারের বিজেপি নেতার বলে দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AResult: False