ইমরান খান গ্রেফতারঃ নওয়াজ শরীফের লন্ডন বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের ভাইরাল এই ভিডিওটি ২০২২ সালের

Misleading Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রাক-পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে নাওয়াজ শরীফের লন্ডনের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে একটি গলিতে প্রচুর লোক জমায়েত হয়েছে। ভিড়ের মাঝে পাকিস্তানের জাতীয় পতাকা দুলতে দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদ বিশ্বব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে লন্ডনে নওয়াজ শরীফের বাড়ির সামনে প্রতিবাদ করছেন পাকিস্তানিরা। উল্লেখ্য, ইমরান খান ক্ষমতাচ্যুত হবার পর বিরোধীদলীয় জোটের নেতা শাহবাজ শরিফ নতুন প্রধানমন্ত্রী হয়েছিল। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএলএন)-এর নেতা ৭০ বছর বয়স্ক শাহবাজ শরিফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের দ্বারা ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের লন্ডন বাড়ির সামনে প্রতিবাদ মিছিলের ভিডিওকে সম্প্রতি ইমরান খান গ্রেফতারের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ, মঙ্গলবার পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে। 

তথ্য যাচাইঃ  

ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, পোস্টের এই ভিডিওর দীর্ঘ সংস্করণ পেয়ে যায়। এই দীর্ঘ সংস্করণটি ১৮ এপ্রিল,২০২২, তারিখে টুইট করা হয়েছে। টুইটের ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে নওয়াজ শরিফের লন্ডন বাড়ির সামনে বিক্ষোভের দৃশ্য। 

বিক্ষোভ প্রদর্শনের কিছু ছবিও পাওয়া যায় যা ২০২২ সালে টুইট করে বলা হয়েছে- নওয়াজ শরিফের লন্ডন বাড়ির সামনে বিক্ষোভের দৃশ্য। 

আমরা জানি যে, প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ৯ মে তারিখে গ্রেফতার করা হয়েছে। অপরপক্ষে পোস্টের এই ভিডিওটি ২০২২ সাল থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। এখান থেকে স্পষ্ট হয় যে, পোস্টের এই ভিডিওটি ইমরান খানের গ্রেফতারের সাথে সম্পর্কিত নয়। 

পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন-এর ১৭ এপ্রিল,২০২২, তারিখের প্রতিবেদন অনুযায়ী, সেই বছরের ৯ এপ্রিল তারিখে সংসদীয় অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল যার জেরে লন্ডনে বসবাসকারী পাকিস্তানী লোকেদের মধ্যে ইমরান খান সমর্থনকারীরা নওয়াজ শরিফ ও ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিল। 

প্রতিবেদন আর্কাইভ 

আরও পড়ুন এখানে

ফেসবুক ভিডিওর দৃশ্য ও প্রতিবেদনে থাকা বিক্ষোভ প্রদর্শনের ছবির তুলনামূলক ফ্রেমটি নীচে দেখুনঃ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের দ্বারা ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর পর নওয়াজ শরীফের লন্ডন বাড়ির সামনে প্রতিবাদ মিছিলের ভিডিওকে সম্প্রতি ইমরান খান গ্রেফতারের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।   

Avatar

Title:ইমরান খান গ্রেফতারঃ নওয়াজ শরীফের লন্ডন বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের ভাইরাল এই ভিডিওটি ২০২২ সালের

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *