নব নিযুক্ত রাষ্ট্রপতি ট্রাম্প সম্প্রতি বলেছেন ‘আমি হিন্দু ও ভারতভক্ত’? না, ভিডিওটি ২০১৬ সালের

Communal Missing Context

২০ জানুয়ারিতে ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহন করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহন সমারোহতে উপস্থিত হয়েছিলেন বিশ্বব্যাপী গন্য মান্য ব্যক্তিরা। এই আবহে ট্রাম্পের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার পরে তিনি এক ভাষণে বলেছেন আমি নিজে হিন্দুদের অনেক বড় ভক্ত এবং আমি ভারতেরও অনেক বড় ভক্ত। তাই আমি আমার দেশের সব গুরুত্বপূর্ণ পদে হিন্দুদের বসিয়েছি। 

পোস্টের ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে যে-আমি হিন্দু ধর্ম এবং ভারতের একজন বড় ভক্ত। যদি আমাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় তবে ভারতীয় সম্প্রদায়ের একজন সত্যিকারের বন্ধু হবে হোয়াইট হাউসে।

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০১৬ সালের। সেই সময় আমেরিকা রাষ্ট্রপতি নির্বাচনের আগে এক সভা থেকে তিনি এই কথা জানিয়েছিলেন। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওটির কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের একটি ভিডিও সংবাদ সংস্থা এএনআই-এর ফেসবুক পেজে পাওয়া যায়। ২০১৬ সালের ১৬ অক্টোবরে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি হিন্দু ও ভারতের একজন বড় ভক্ত; (মার্কিন) প্রেসিডেন্ট নির্বাচিত হলে, হোয়াইট হাউসে ভারতীয় সম্প্রদায়ের একজন সত্যিকারের বন্ধু থাকবে।”

তার ভাষণের পুরো ভিডিওটি অনেকগুলো ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি নীচে দেখুনঃ

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের ১৫ অক্টোবরে রিপাবলিকান হিন্দু কোয়ালিশন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছিল। তার মূল বক্তৃতায় ট্রাম্প ভারতীয় সম্প্রদায়ের সাথে সম্পর্কের উপর গুরুত্ব দিয়েছিলেন এবং বলেছিলেন,” যদি আমাকে নির্বাচিত করা হয়, তবে ভারতীয় এবং হিন্দু সম্প্রদায়ের একজন সত্যিকারের বন্ধু হবে হোয়াইট হাউসে।”

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে একাধিক ভারতীয়-আমেরিকান নিয়োগ করা হয়েছে। রিকি গিল সৌরভ শর্মা এবং কুশ দেশাই হলেন সর্বশেষ নিয়োগপ্রাপ্ত যারা আন্তর্জাতিক সম্পর্ক, কর্মী নিয়োগ, এবং যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা নিয়ে এসেছেন। অন্যান্য উল্লেখযোগ্য ভারতীয়-আমেরিকান নিয়োগের মধ্যে তূলসি গ্যাব্বার্ডকে DNI ডিরেক্টর, হারমীট কে. দিল্লনকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এবং বিবেক রামাস্বামীকে গর্ভনমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্টের নেতৃত্বে নিয়োগ করা হয়েছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০১৬ সালের। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ভারতীয় এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তার সমর্থন ও ভালবাসা প্রকাশ করেছিলেন। 

Avatar

Title:নব নিযুক্ত রাষ্ট্রপতি ট্রাম্প সম্প্রতি বলেছেন ‘আমি হিন্দু ও ভারতভক্ত’? না, ভিডিওটি ২০১৬ সালের

Written By: Nasim A  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *