ভিডিওটি ইরানে গ্রেফতার হওয়া ইসরায়েলি গুপ্তচরদের নয় 

False International

সম্প্রতি ইরানে তিনজন ব্যক্তিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং গুপ্তচরবৃত্তির সন্দেহে আরও শত শত সাধারণ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি ইরানে ধৃত গুপ্তচরদের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজন ব্যক্তির হাত বাঁধা, চোখে ফোল্ড পরানো, এবং কয়েকজন পুলিশকর্মী তাদের নিয়ে যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ইরান কর্তৃক আটক ৩ মোসাদ গুপ্তচর… আরো অগণিত মীরজাফর ধরা খাচ্ছে ইরানে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি, দাবিটি ভুয়ো। ইরানের রাজধানী তেহরানের এক বাড়িতে ডাকাতির অভিযুক্ত ব্যক্তিদের ভিডিওকে ভুলভাবে গুপ্তচরদের ভিডিও বলে শেয়ার করা হচ্ছে। 

https://www.facebook.com/reel/1750397952255823 

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিও ‘sefrdoyekpress’ নামক ইরানি সংবাদ মাধ্যমের ইন্সটাগ্রাম প্রফাইলে এই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ৫ মার্চ,২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে। পারসি ভাসায় লেখা পোস্টের ক্যাপশনে জানানো হয়েছে- তেহরানে বাড়ি ডাকাতির ঘটনায় অভিযুক্তদের প্রথমবারের মতো তেহরান সচেতনতা পুলিশের প্রথম বিভাগে আনা হয়। তারা ৫ জনের একটি দল ছিল, যারা সংঘবদ্ধভাবে ডাকাতির চেষ্টা করেছিল। এই ডাকাত দলটি নির্মমভাবে বাড়িতে ঢুকে পড়ত—মালিক বা বাসিন্দা বাড়িতে থাকুক বা না থাকুক, তারা তাতে কর্ণপাত করত না। অধিকাংশ ক্ষেত্রে তারা বাড়ির মালিক ও বাসিন্দাদের মারধরের চেষ্টা করত। এই মামলায় বিলিয়ন তুমান মূল্যের মুদ্রা, সোনা ও গৃহস্থালির জিনিসপত্র চুরির অভিযোগ নথিভুক্ত হয়েছে।

উপরোক্ত তথ্যের ভিত্তিতে পারসি ভাষায় প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইরানের একাধিক সংবাদ প্রতিবেদনে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত পাওয়া যায়। প্রতিবেদনে জানানো হয়েছে যে, পাঁচজন ডাকাতের একটি দল তেহরানের একটি বাড়িতে বলপ্রয়োগে প্রবেশ করে। বন্দুকধারী ডাকাতরা বাড়ির মালিকসহ অন্যদের মারধর করে এবং প্রায় বিলিয়ন তুমান মূল্যের মালামাল চুরি করে। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতার করে।

 প্রতিবেদনগুলো দেখতে ক্লিক করুন এখানে, এখানে, এখানে, এখানে।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইরানের রাজধানী তেহরানের একটি বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তিদের একটি ভিডিওকে ভুয়াভাবে ইরানে ইসরায়েলের গুপ্তচরদের গ্রেফতারের ভিডিও হিসেবে শেয়ার করা হচ্ছে।  

Avatar

Title:ভিডিওটি ইরানে গ্রেফতার হওয়া ইসরায়েলি গুপ্তচরদের নয়

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *