সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে ধাক্কা দিয়ে ট্রেন ইঞ্জিন চালু করার চেষ্টা করছে আর্মি জাওয়ান, পুলিশ কর্মী সহ সাধারণ মানুষ। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে সেনা বাহিনীর কিছু জওয়ান সহ পুলিশ কর্মী ও বেশ অনেকগুলো সাধারণ মানুষ ট্রেনের একটি বগিকে ধাক্কা মেরে সামনের দিকে ঠেলছে। ভিডিওর সাথে শোনা যাচ্ছে একজন ব্যাক্তি কেন্দ্রীয় সরকার, রেল মন্ত্রীকে ব্যাঙ্গাত্বক রুপে কটাক্ষ করছে এবং দাবি করছে ট্রেনে ধাক্কা মেরে তা চালু করার চেষ্টা করছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “মোদীজির উন্নয়ন .. বাবার জন্মে কেউ এই দৃশ্য দেখেছে কিনা জানিনা গাড়ি ঠেলে স্টার্ট করতে দেখেছি বহুবার কিন্তু ট্রেন ঠেলে যে স্টার্ট হয় সেটা মোদীজির আমলেই দেখলাম .. বুঝলাম দেশের বিকাশ দ্রুত হচ্ছে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। সম্প্রতি ফালাকনুমা এক্সপ্রেসের পাঁচটি বগিতে লাগা ভয়াবহ আগুনের বিস্তার থেকে রক্ষা করতে পেছনের তিনটি বগিকে বিছিন্ন করে দূরে সরানোর ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, এই ভিডিও কেন্দ্রিক অনেক প্রতিবেদন পেয়ে যায়। মুখ্যধারার সংবাদমাধ্যম ’ফ্রি প্রেস জার্নালে’র ১০ জুলাই,২০২৩, তারিখের প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “ফালাকনুমা এক্সপ্রেস আগুন: আর্মি জওয়ান, পুলিশ এবং রেল কর্মীরা আগুনের বিস্তার রোধ করতে বগিগুলিকে ধাক্কা দেয়; ভিডিও ভাইরাল।“

প্রতিবেদন আর্কাইভ

চলতি মাসের ৭ তারিখে হাওড়া-সেকান্দেরাবাদ রুটের ট্রেন ফালাকনুমা এক্সপ্রেস (ট্রেন নম্বর-১২৭০৩) শর্ট সার্কিট এর দরুন ভয়াবহ আগুনের শিকার হয়। এই দুর্ঘটনায় পাঁচটি স্লিপার বগি ( এস২ থেকে এস৬) চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের ইয়াদাদ্রি-ভোঙ্গির বোমাইপল্লীর পাগিদিপল্লি রেলওয়ে স্টেশনের কাছে।

ফেসবুক পোস্টের ভিডিওটি বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল হয়ে যাওয়ায় সাউথ সেন্ট্রাল রেলের তরফ পক্ষ থেকে একটি টুইট করা হয়। এই টুইটে ভাইরাল এই দাবিকে খণ্ডন করে লেখা হয়েছে, “পরিষ্কারকরণঃ এটি ০৭.০৭.২৩ তারিখে ট্রেন নম্বর ১২৭০৩ (HWH-SC) অগ্নিকাণ্ডের সাথে সম্পর্কিত। ভিডিওটি আগুনের আরও বিস্তার এড়াতে পেছনের কোচগুলিকে আলাদা করার জন্য রেলকর্মী এবং স্থানীয় পুলিশের সচেতন সিদ্ধান্ত সম্পর্কে। ইঞ্জিনের সাহায্যের জন্য অপেক্ষা না করে এটি একটি জরুরী পদক্ষেপ ছিল।“

রেল মন্ত্রকের সরকারী মুখপাত্র অমিতাভ শর্মা পুলিশ কর্মীদের তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভয়াবহ আগুনের শিকার বগিগুলো থেকে পেছনের বগিগুলোকে রক্ষা করতে অন্য ইঞ্জিনের অপেক্ষা না করে রেল কর্মীরা পেছনের বগিগুলোকে বিছিন্ন করে এবং ধাক্কা দিয়ে ঠেলে আগুনের বিস্তার থেকে দূরে সরিয়েছিল।

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় আর্মি জওয়ান, পুলিশ কর্মীরা ট্রেনে ধাক্কা মেরে ইঞ্জিন চালু করার চেষ্টা করছেন না বরং পেছনের কয়েকটি বগিকে ট্রেন থেকে বিছিন্ন করে আগুনের বিস্তার থেকে দূরে সরিয়ে নেয়া হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। সম্প্রতি ফালাকনুমা এক্সপ্রেসের পাঁচটি বগিতে লাগা ভয়াবহ আগুনের বিস্তার থেকে রক্ষা করতে পেছনের তিনটি বগিকে বিছিন্ন করে দূরে সরানোর ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:না, ধাক্কা দিয়ে ট্রেনের ইঞ্জিনে চালু করার চেষ্টা করছেন না আর্মি জওয়ান,পুলিশকর্মী ও রেলকর্মীরা

Written By: Nasim Akhtar

Result: False