মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মহিলা ফাইটার পাইলট মেজর ক্রিস্টিন উলফ-এর ভিডিওকে কর্নেল সোফিয়া কুরেশির দাবি করে শেয়ার 

False Satyameva Jayate

২০২৫ সালের ৭ মে, পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিংহ যৌথভাবে একটি সাংবাদিক সাক্ষাৎকারে অংশ নেন। এই প্রেক্ষাপটে এক নারী পাইলটের একটি ভিডিও যেখানে তাকে একটি ফাইটার জেটে উঠতে এবং তা উড়াতে দেখা যাচ্ছে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,”অপারেশান সিঁদুর” এর মাস্টারমাইন্ড #সোফিয়া কুরেশি ম্যাডামের উড়ান, উফফ্ গায়ে কাঁটা দেওয়ার দৃশ্য, সত্যিই উপভোগ করার মতো। পুরোটা দেখার অনুরোধ রইলো সবাইকে!✊🇮🇳🔥❤️।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওতে যে নারী পাইলটকে দেখা যাচ্ছে তিনি হলেন মেজর ক্রিস্টিন উলফ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন মহিলা ফাইটার পাইলট। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ভিডিওর দীর্ঘ সংস্করণ ‘spencerhughes2255’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২০২১ সালের ২০ সেপ্টেম্বরে আপলোড করা এই ভিডিওর শিরোনাম লেখা হয়েছে,”এফ-৩৫এ লাইটনিং || ডেমো ২০২১ রেনো এয়ার রেস।“  ভিডিওর বিবরণ অনুযায়ী, ভিডিওতে দেখা যাওয়া নারী পাইলটের নাম মেজর ক্রিস্টিন বিও উলফ। এটি একটি এয়ার শো, বাস্তব কোনও জরুরি সামরিক উড্ডয়ন (স্ক্র্যাম্বল) নয়। চাইলে তারা এর চেয়েও অনেক দ্রুত গতি অর্জন করতে পারে। এখানে তাড়াহুড়োর কোনও প্রয়োজন ছিল না। তাঁকে অপেক্ষা করতে হয়েছিল অন্য শো পারফর্মারদের ট্যাক্সিওয়ে ছেড়ে যাওয়ার জন্য, যা প্রায় প্রতিটি এয়ার শোতেই একটি সাধারণ ঘটনা। 

উপরোক্ত তথ্যকে সূত্র ধরে আমরা প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করি। ফলে আমরা একটি ভিডিওর সন্ধান পাই, যা ১৮ মার্চ ২০২৩ তারিখে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর নারী ফাইটার পাইলট মেজর ক্রিস্টিন উলফকে দেখা যায়। 

এফ-৩৫এ উড়ানোর সময় মেজর ক্রিস্টিন উলফের আরও কয়েকটি ভিডিও নিচে দেখা যাবে। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটিতে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং-কে দেখার দাবিটি মিথ্যা। ভিডিওতে যে নারী পাইলটকে দেখা যাচ্ছে তিনি হলেন মেজর ক্রিস্টিন উলফ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন মহিলা ফাইটার পাইলট। 

Avatar

Title:মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মহিলা ফাইটার পাইলট মেজর ক্রিস্টিন উলফ-এর ভিডিওকে কর্নেল সোফিয়া কুরেশির দাবি করে শেয়ার 

Written By: Nasim A  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *