
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাভ জিহাদ হ্যাশট্যাগ ব্যবহার করে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে দিল্লিতে কল সেন্টারে চাকরি দেওয়ার নাম করে শুধুমাত্র হিন্দু মেয়েদের নির্বাচন করে তাদের আরব দেশে বিক্রি করা হয়।
৫ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা এক যুবককে একটি ঘরের দিকে ইশারা করে জানাচ্ছেন যে ঘরটি থেকে মেয়েদের আওয়াজ শোনা যায়।
তাঁর কথা শুনে ওই যুবক ঘরে প্রবেশ করে আরেক যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জানতে চায় মেয়েরা কোথায়। ঘরের যুবক প্রথমে কিছু না জানার ভান করে এবং জানায় ঘরে কোনো মেয়ে নেই। কিন্তু পরক্ষণেই ঘরটি তল্লাশি চালিয়ে ওয়ারড্রোব থেকে তিনজন যুবতীকে উদ্ধার করা হয়। মেয়েরা জানায়, তাদের অপহরণ করা হয়েছে এবং অপহরণের পর ঘরের ওই যুবক তাদের দিয়ে খারাপ কাজ করাতে বাধ্য করছিল।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দিল্লিতে বিদেশী call- centre চাকরি পাওয়ার নামে, কিছু তথাকথিত লোক যারা নিজেরাই একটি বিশেষ_সম্প্রদায়ের‼️ (job Jihad) job consultancy agency চালাচ্ছে❗❗ 🤔_- যেখানে তারা চাকরির অজুহাতে শুধুমাত্র হিন্দু_মেয়ে এবং মহিলাদের ডাকে‼️ এবং তাদের সবাইকে আরব দেশে বিক্রি করে দেয়❗ 🫵-_- দিল্লিতে, এক হিন্দু যুবক দিল্লির একটি বাড়ি থেকে 3 জন মেয়েকে বের করে‼️ দেখুন তাদের সকলের অবস্থা কী। এই video টি সেই সমস্ত মেয়েদের সাথে শেয়ার করুন যারা পশ্চিমা সংস্কৃতির পাগল নেকড়ের ফাঁদে পা দিচ্ছে🫣🤑👿🤮 ⚠️ পড়াশোনা করতে করতে আপনার মেয়ে কোথাও চাকরি পাচ্ছে খোঁজ নিন কোথায় কাজ করছে, কারণ আজকাল হিন্দু মেয়েরা ভূলে গেছে এক নারীর সম্ভ্রমের কত মূল্য, তাই অনেক হিন্দু মেয়ে মুসলমানের সঙ্গে ঘুমানো ও অশ্লীল চলচ্চিত্র বানাতে দ্বিধাবোধ করে না❗ কারণ ভালো জামা কাপড় mobile, Cosmetic জিনিসপত্র কেনা বড় ব্যাপার 🫵🤑👿 জেগে উঠো হিন্দুরা জেগে উঠো🪓🏹⚔️🚩 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 🤔😱🤔😱🤔 🥺😡👿👹👺, #HomeAffairs #PMOIndia #sanatandharma #hindu #yogiadityanath #loveJihad।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পারি ভিডিওটি স্ক্রিপ্টেড।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ফলে, ভিডিওর ঠিক ১১ সেকেন্ডের মুহূর্তে স্ক্রিনে একটি ‘ডিসক্লেমার’ লেখা ভেসে উঠে। সেই ‘ডিসক্লেমার’ স্পষ্ট করা হয়েছে ভিডিওটি স্ক্রিপ্টেড অর্থাৎ ভিডিওটি পূর্ব পরিকল্পিত এবং ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো। যা থেকে ধারনা হয় যে ভিডিওর দাবিটি বিভ্রান্তিকর।
এই ভিডিওর আসল উৎস খুজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, হুবহু এই ভিডিওর দীর্ঘ সংস্করণ “Naveen Jangra’ নামক ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পেয়ে যায়। ভিডিওটি ১২ ফেব্রুয়ারি,২০২৩, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর ঠিক ২২ সেকেন্ডে দেওয়া ডিসক্লেমারে লেখা হয়েছে-ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বিবেচনা করা উচিত। এতে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে, উপস্থাপিত তথ্য কোনো উপদেশ বা বাস্তব বিশ্লেষণ হিসেবে বিবেচিত হওয়ার উদ্দেশ্যে নয়। দর্শকদের সতর্ক করা হয়েছে যে, ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্পূর্ণভাবে তাদের নিজের ঝুঁকিতে হবে এবং এই কারণে সৃষ্ট কোনো ক্ষতি বা লোকসানের জন্য নির্মাতারা দায়ী থাকবেন না।
আমরা ইউটিউব চ্যানেলটি ভালোভাবে ঘেঁটে দেখি এবং সেখানে ভাইরাল ভিডিওটির মতো আরও অনেক স্ক্রিপ্টেড পাওয়া যায়। প্রতিটি ভিডিওতেই নাটকীয় উপস্থাপন দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে এগুলো বাস্তব ঘটনা নয় বরং বিনোদনের জন্য বানানো হয়েছে।
চ্যানেলের “About” সেকশনে আমরা নবীন জাঙ্গরার ইনস্টাগ্রাম প্রোফাইলে লিঙ্ক পাই। তার ইনস্টাগ্রাম বায়োতে তিনি নিজেকে একজন “ভিডিও নির্মাতা” (video creator) হিসেবে পরিচয় দিয়েছেন, যা আরও পরিষ্কার করে যে তিনি পরিকল্পিত ও বিনোদনমূলক ভিডিও তৈরি করেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল দাবিটি মিথ্যা। ভিডিওটি স্ক্রিপ্টেড যা শুধুমাত্র বিনোদন ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

Title:অপহৃত হিন্দু মেয়েদের উদ্ধার দেখানো ভাইরাল ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড
Fact Check By: Nasim AkhtarResult: False