‘ক্রাইম প্যাট্রোল’-এর একটি পর্বের শুটিংয়ের দৃশ্যকে ভুয়োভাবে উত্তর প্রদেশের এক মহিলা পুলিশকর্মীর প্রকাশ্য হত্যাকাণ্ড বলে শেয়ার 

False Political

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মহিলা পুলিশকর্মীর একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিনদুপুরে পুলিশ ইউনিফর্ম পরা এক মহিলাকে গুলি করে পালিয়ে যাচ্ছে একজন। ভিডিওটি উত্তর প্রদেশ পুলিশের উপর কটাক্ষ করে দাবি করা হচ্ছে যে উত্তর প্রদেশের এক মহিলা এসআই পুলিশকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,””রাম রাজ্যের একি গুণ দিনের বেলায় মহিলা পুলিশ খুন” না এটা সিনেমা নয় ইউপির গুণ্ডারাজ দেখুন মহিলা SI কে  ওপেন শুট আউট। বাহ্ যোগী জী বাহ্ রাম রাজ্য । তবে এদের জন্য তেমন কোনো সহানুভূতি নেই আমার এরাই যোগীর আসল গুণ্ডা।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। সিনেমা শুটিঙের দৃশ্যকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করি। ভিডিওর উপরে ‘ajaygupta6520’ নামক ইন্সতা প্রোফাইল ভিদিওর উপরে ভেসে উঠেছে। সেই ইন্সতা প্রোফাইলটি খুঁজে বের করি। ভিডিওটি তার প্রোফাইলে পেয়ে যায়। ৩০ অক্টোবরে শেয়ার করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”#behind the scene#BTS#shooting#।“ এবং পোস্টের কমেন্টবক্সে রিপ্লাইয়ে জানিয়েছে এটি সিনেমা শুটিঙের দৃশ্য। কমেন্ট বক্সেই অন্য এক ইউজার জানিয়েছেন এটি ‘ক্রাইম পেট্রোল’ নামক শো-এর দৃশ্য। 

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে এবং গুগলে কি ফ্রেমগুলোর রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘সেট ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে ‘ক্রাইম প্যাট্রোল’-এর একটি এপিসোড পেয়ে যায়। ২ এপ্রিল,২০২৪, তারিখে আপলোড করা এই এপিসোডের ২;৩৮ মিনিটে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা ভিডিওর অংশটুকু দেখা যায়।     

আরও খুজেখুজির পর আমরা রায়বেরেলী পুলিশের একটি এক্স (X) পোস্টও পাই, যেখানে এক এক্স ইউজারকে ব্যবহারকারীকে জানিয়েছে যে এই ভিডিওটি একটি স্ক্রিপ্টেড ভিডিও। পোস্টে ভাইরাল দাবিকে খণ্ডন করে লেখা হয়েছে,”সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও যেখানে এক মহিলা পুলিশকর্মীর উপর গুলি চালানোর দৃশ্য দেখা যাচ্ছে, সে সম্পর্কে জানানো যাচ্ছে যে উক্ত ভিডিও কোনো মুভি/ সিরিয়ালের শুটিংয়ের দৃশ্য, যা কৌতুকমূলক। একে বিভ্রান্তিকরভাবে রায়বেরেলীর সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে।

রায়বেরেলী পুলিশ আরও লিখেছে,সকলের কাছে অনুরোধ, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা মিথ্যা গুজব ছড়াবেন না। এমন ভুয়া খবর ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, অপরাধভিত্তিক টেলিভিশন ধারাবাহিক ‘ক্রাইম প্যাট্রোল’-এর একটি পর্বের শুটিংয়ের দৃশ্যকে ভুয়োভাবে উত্তর প্রদেশের এক মহিলা পুলিশকর্মীকে প্রকাশ্যে হত্যা করার দাবি করে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:‘ক্রাইম প্যাট্রোল’-এর একটি পর্বের শুটিংয়ের দৃশ্যকে ভুয়োভাবে উত্তর প্রদেশের এক মহিলা পুলিশকর্মীর প্রকাশ্য হত্যাকাণ্ড বলে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *