মোদির গুরু দয়ানন্দ গিরি ২০১৫ সালে পরলোক গমন করেছেন এবং এটি তার ছবি নয়

False Social

২০১৫ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলুর মঠ দর্শনের ছবিকে সোশ্যাল মিডিয়া শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, মোদির গুরু শ্রী দয়ানন্দ গিরি মহারাজ আজ পরলোক গমন করেছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে হাসপাতাল জাতীয় একটি ঘরে একটি বেডে একজন গেরুয়াধারি সাধু শুয়ে আছেন এবং তাকে ঘিরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী সহ আরও কয়েকজন সাধু। ক্যাপশনে লেখা রয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজীর গুরু শ্রী দয়ানন্দ গিরি মহারাজ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 😢 সবাই উনার আত্মার শান্তি কামনা করুন 🙏।

ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। 

Belur Math.png
ফেসবুক আর্কাইভ 

এই একই পোস্ট হিন্দি ভাষাতেও শেয়ার করা হয়েছে। 

Belur Math Hindi.png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই 

গুগ্লে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম এনডিটিভি-এর ২০১৫ সালের ১০ মে তারিখের একটি প্রতিবেদন (আর্কাইভ) থেকে জানতে পারি, ৯ই মে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামীজি আত্মস্থানন্দ মহারাজের সাথে কলকাতার একটি হাসাপাতালে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Modi Belur Math.png

কিওয়ার্ড সার্চ করে ‘হিন্দুস্তান টাইমস’-এর ২০১৫ সালের ১০ মে তারিখের একটি প্রতিবেদনে (আর্কাইভ) পোস্টের ছবিটি দেখতে পাই। এই প্রতিবেদনেও একই কথা লেখা রয়েছে। ১০ মে নরেন্দ্র মোদী প্রথমে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে যান। তারপর সেখান থেকে তিনি বেলুড় মঠ যান। তার আগের দিন সন্ধ্যাবেলা, ৯ মে, তিনি কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে যান এবং অসুস্থ স্বামীজি আত্মস্থানন্দ মহারাজের সাথে দেখা করেন। সেখানে তিনি তার প্রাক্তন গুরুর সাথে ১৫ মিনিট গুজরাতি ভাষায় কথা বলেন। 

Modi ht.png

সরকারি সংবাদমাধ্যম ‘ডিডি নিউজ’-এর ইউটিউব চ্যানেলে মোদির এই হাসাপাতালে স্বামীজি আত্মস্থানন্দ মহারাজের সাথে দেখা করতে যাওয়ার ভিডিও খুঁজে পাই। এই ভিডিওটি ২০১৫ সালের ৯ মে শেয়ার করা হয়েছিল। শিরোনামে লেখা রয়েছে, ‘স্বামী আত্মস্থানন্দ মহারাজের সাথে দেখা করলেন পিএম মোদি’। 

‘এই সময়’-এর একটি প্রতিবেদন (আর্কাইভ) থেকে জানতে পারি, ১৯ জুন, ২০১৭, প্রয়াত হন রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৫ তম প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Swami Maharaj.png

অন্যদিকে, কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই নরেন্দ্র মোদির আধ্যাত্মিক গুরু দয়ানন্দ গিরি ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

Dayanand Giri passes away.png
প্রতিবেদন আর্কাইভ 

গুরুর মৃত্যুতে শোক প্রকাশ করে নরেন্দ্র মোদি দুটি টুইট করেন। প্রথম টুইটেভ বলেন, “স্বামী দয়ানন্দ সরস্বতীজির মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। আমি তার আত্মার শান্তি কামনা করি।“ 

দ্বিতীয় টুইটে বলেন, “দয়ানন্দ সরস্বতীজি দ্বারা অনুপ্রাণিত অগণিত মানুষের জন্য আমার মনে সহানুভূতি রইল। তিনি জ্ঞান, আধ্যাত্মিকতা ও সেবার শক্তিঘর ছিলেন।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৫ সালে নরেন্দ্র মোদি রামকৃষ্ণ মঠের স্বামীজি আত্মস্থানন্দ মহারাজের সাথে কলকাতার একটি হাসাপাতালে দেখা করতে যান। এটি তারই ছবি। অন্যদিকে, মোদির গুরু স্বামী দয়ানন্দ গিরি ২০১৫ সালে পরলোক গমন করেছেন।  

Avatar

Title:মোদির গুরু দয়ানন্দ গিরি ২০১৫ সালে পরলোক গমন করেছেন এবং এটি তার ছবি নয়

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *