
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পর রাস্তায় কুমির দেখা গিয়েছে। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, দুটি বাড়ির মাঝের একটি গলি জলে ভরে আছে। সেই জলে ভেসে উঠেছে একটি কুমির। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ভোটের আগে দুয়ারে সরকার, ভোটের পরে দুয়ারে কুমির। 😂😂😂”।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবিটি ভুয়ো। পুরনো একটি ছবিকে পশ্চিমবঙ্গের জলমগ্ন রাস্তার দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট করা হচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহের বৃষ্টির জলে নাজেহাল বেশ কিছু জেলা। বাঁধ থেকে জল ছাড়া ও নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলির খানাকূল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হাওড়ার উদয়নারায়ণপুর প্রভৃতি এলাকায়। কলাকাতার বিভিন্ন যায়গায় রাস্তায় জল জমেছে এবং সেই জল অনেকের বাড়িতেও ঢুকে গিয়েছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, থাই ভাষার ওয়েবসাইট বোর্ড পোস্টজাঙ্গ-এ এই ছবির উল্লেখ পাওয়া যায়। দেখতে পাই দুটো ছবির কোলাজের একপাশে রয়েছে ভাইরাল পোস্টের কুমীরটি। অন্য পাশে কুমিরের গলায় দড়ি বেঁধে একজন ছেলে দাড়িয়ে রয়েছে।

এই সুত্র ধরে ফেসবুকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ২৮ জুলাই একটি ফেসবুক প্রোফাইল থেকে থাই ভাষায় লেখা ক্যাপশনের সাথে এই ছবি পোস্ট করা হয়েছে। এই পোস্টেও কুমিরের গলায় দড়ি পরানো অবস্থায় সাদা টি-শার্ট পরিহিত ছেলেটিকে দেখতে পাওয়া যায়।

ফেসবুক পোস্ট | আর্কাইভ |
এছাড়া, ভিয়েতনামীজ ভাষার একটি ওয়েব পোর্টালে এই ছবিটিকে দেখতে পাওয়া যায়। ছবিটির প্রকাশ তারিখ লেখা রয়েছে ১০/৫/২০ অর্থাৎ, ২০২০ সালের ১০ মে পোস্ট করা হয়েছে।

এরপর বিভিন্ন রকম সার্চ করে আমরা দেখতে পাই ২০২০ সাল থেকেই ছবিটি ইন্টারনেটে। যদিও, এটি আসলে কোথাকার ছবি, থাইল্যান্ড, ভিয়েতনাম বা অন্য কোনও দেশের। তা আমরা খুঁজে পাইনি। তবে এই ছবির সাথে পশ্চিমবঙ্গের কোনও যোগ পাওয়া যায় না। এছাড়া, এটি এক বছর পুরনো ছবি এবং বাংলায় বিভিন্ন জেলায় রাস্তায় জল ঢোকার ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। স্পষ্টভাবেই বলা যেতে পারে এই ছবির সাথে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। পুরনো একটি ছবিকে পশ্চিমবঙ্গের জলমগ্ন রাস্তার দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট করা হচ্ছে।

Title:পুরনো ছবিকে পশ্চিমবঙ্গের জলমগ্ন রাস্তার দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার
Fact Check By: Nasim AResult: False