
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, দ্য কাশ্মীর ফাইলস ছবি দেখে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে একটি সভার মাঝে যোগী আদিত্যনাথ বসে রয়েছেন এবং তার চোখে জল রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “দ্য কাশ্মীর ফাইলস মুভি দেখতে বসে কেঁদে ফেললেন মাননীয় #যোগী_আদিত্যনাথ_জী😥😥…।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে শহিদ সম্মানে আয়োজিত সভায় যোগী আদিত্যনাথের ভাবুক হওয়ার পুরনো ভিডিওকে সম্প্রতি ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, বিবেক অগ্নিহত্রি নির্মিত দ্য কাশ্মীর ফাইলস ছবি চলতি মাসের ১১ তারিখ মুক্তি পেয়েছে। ১৯৯০ সালে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গনহত্যার পেক্ষাপটে এই ছবি বানানো হয়েছে এবং ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, সংবাদমাধ্যম ’জি নিউজ’-এর ইউটিউব চ্যানেলে এই ভিডিও কেন্দ্রিক একটি উপস্থাপনা খুঁজে পাই। ২০১৭ সালের ২০ অক্টোবর তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা রয়েছে, “গোরক্ষপুরে কেন আবেগপ্রবণ হলেন ’ইউপি’ র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ? , মুখ্যমন্ত্রী যোগীর চোখে জল।”
এই ভিডিও প্রতিবেদনে বলা হয় গোরক্ষপুরে শহিদদের জন্য আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন যোগী আদিত্যনাথ। এই সভায় হিন্দি গান ’সান্দেশা আতে হে’ গান শুনে মুখ্যমন্ত্রীর চোখে জল আসে।
সংবাদমাধ্যম ’এবিপি নিউজ’-এর ইউটিউব চ্যানেলেও ভাইরাল ভিডিও কেন্দ্রিক উপস্থাপনা পাওয়া যায় যার শিরোনামে লেখা রয়েছে, “জন ম্যান: ইউপি সিএম যোগী আদিত্যনাথ শহীদদের জন্য একটি অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন।”
তথ্য ও প্রমানের সাপেক্ষ্যে স্পষ্ট হয়ে যায় গোরক্ষপুরে শহিদদের উদ্দেশ্যে আয়োজিত সভায় যোগী আদিত্যনাথের ভাবুক হওয়ার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে শহিদ সম্মানে আয়োজিত সভায় যোগী আদিত্যনাথের ভাবুক হওয়ার পুরনো ভিডিওকে সম্প্রতি ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:শহিদ সভায় আদিত্যনাথের ভাবুক হওয়ার পুরনো ভিডিওকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: Missing Context