সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করে সেটিকে রাম মন্দিরের অন্দরমহলের ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি একটি রাজসভার আদলে নির্মিত একটি ঘরে রাজা সহ অনেকেই বসে রয়েছেন। অন্দরমহল রোশনাই আলোয় সুসজ্জিত। এই ভিডিও শেয়ার করে সেটিকে অযোধ্যার রাম মন্দির বলছেন একাধিন ফেসবুক ইউজার। ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, “রাম মন্দিরের দিব্য দর্শন।”

ভাইরাল পোস্টগুলি দেখতে এখানে, এখানে, এখানে এবং এখানে ক্লিক করুন।

উল্লেখ্য অযোধ্যায় নির্মিত রাম মন্দির উদ্বোধন ২০২৪ সালের ২২ জানুয়ারি সংঘটিত হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ উপস্থিত থাকবেন একাধিক তারকা ও রাজনীতিবিদ।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে নির্মিত একটি সিরিজের সেটের অন্দরমহলের ভিডিওকে অযোধ্যার রাম মন্দির বলে শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাই

ভাইরাল ভিডিওর কি-ফ্রেমের উপর রিভার্স ইমেজ সার্চ করে আমরা একটি ছবি খুঁজে পাই যার সাথে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। ইন্ডিয়া ট্যুরিজম নামে একটি ওয়েবসাইটে পাওয়া এই ছবির সাথে ভাইরাল ভিডিওর প্রথম একটি দৃশ্য মিলে যায়। আমরা ছবি এবং ভাইরাল ভিডিওর একটি স্ক্রিনশট তুলনা করে দেখি এবং এতে স্পষ্ট হয়ে যায় যে দুটিই একই যায়গায় দৃশ্য। জানা যায় এটি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে নির্মিত ভাগবতম নামে একটি সিরিজের সেটের দৃশ্য।

এরপর কাঞ্চন নামে একজন ভ্লগারের ইন্সতাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওর রাজসভার একটি ছবি খুঁজে পাই। এই ছবির সাথে ভাইরাল ভিডিওর রাজসভার ছবি হুবহু মিলে যায়। এই রাজসভার ছবি আরও একটি ওয়েবসাইটেও খুঁজে পাই। জানা যায় এটি শ্রী ভাগবতম নামে একটি তেলেগু ভাষায় নির্মিত ধারাবাহিকের দৃশ্য।

এই সেটের আর কয়েকটি ভিডিও আমরা ইউটিউবে খুঁজে পাই। একাধিক ইউটিউবার বা ভ্লগাররা এই সেটের দৃশ্য তুলে রেখেছেন। এমনি একট ভিডিও নিচে দেওয়া হল যার সাথে ভাইরাল ভিডিওর মিল রয়েছে এবং প্রমাণিত হয় যে এটি অযোধ্যার রাম মন্দির নয়।

নিষ্কর্ষ:

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে যে এই দাবি ভুয়ো এবং অসত্য। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে নির্মিত একটি তেলেগু ধারাবাহিকের সেটের ভিডিওকে ভুল দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ধারাবাহিকের সেটের ভিডিওকে রাম মন্দিরের দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Written By: Nasim A

Result: False