
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, আনন্দবাজার পত্রিকার ওপিনিয়ন পোল সমীক্ষায় আসানসোলে জিতছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পোস্টে দেখা যাচ্ছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের স্ক্রিনশট যার ওপরে লেখা রয়েছে আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, আসানসোল লোকসভায় তৃণমূলের জয় নিশ্চিত।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুল এবং বিভ্রান্তিকর। আনন্দবাজার পত্রিকা কোনও নির্বাচনী সমীক্ষা প্রকাশ করেনি।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোল বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন শেষ হয়। আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী হল বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির প্রার্থী হল অগ্নিমিত্রা পাল। অন্যদিকে, বালিগঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন কেয়া ঘোষ। দিনশেষে আসানসোলে পড়ে ৬৪% ভোট এবং বালিগঞ্জে মাত্র ৪১। পড়ুন বিস্তারিত।
তথ্য যাচাই
ভাইরাল এই দাবির তথ্য যাচাই করতে আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করি। আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে এজাতীয় কোনও তথ্য পাওয়া যায় না। এরপর আমরা আনন্দবাজার পত্রিকার কর্মী সোনাক্ষী সাহার সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “এই ভাইরাল ছবিটি সম্পাদিত। আনন্দবাজার উপ-নির্বাচন সংক্রান্ত কোনও সমীক্ষা প্রকাশ করেনি।”
অতএব স্পষ্ট হয়ে যায় সম্পাদিত ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। আনন্দবাজার পত্রিকা কোনও নির্বাচনী সমীক্ষা প্রকাশ করেনি।

Title:আনন্দবাজার পত্রিকা উপ-নির্বাচন সংক্রান্ত কোনও সমীক্ষা প্রকাশ করেনি
Fact Check By: Nasim AResult: Altered