আর্মা-৩ ভিডিও গেমের দৃশ্যকে রুশ-ইউক্রেন যুদ্ধ বলে ভুয়ো দাবি

False International

সম্প্রতি সামাজিক সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সেটিকে রুশ ইউক্রেন যুদ্ধের ভিডিও দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একই ট্যাঙ্কার জাতীয় অস্ত্র থেকে আকাশে উড়ন্ত একটি বিমানে লক্ষ্য করে প্রচুর পরিমানে গুলি ছোঁড়া হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে, রাশিয়া vs ইউক্রেন যুদ্ধ সরাসরি ভিডিও। 

তথ্য যাচাই করে দেখতে পেয়েছি এই দাবি অসত্য এবং ভিত্তিহীন। আর্মা-৩ নামে একটি একটি গেমের ভিডিওকে রুশ-ইউক্রেন যুদ্ধের ভিডিও বলে ভুয়ো দাবি করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলে কয়েকটি ‘কি-ফ্রেমে’ ভাগ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, একাধিক ইউটিউব ভিডিওতে এই একই রকম দ্রশ্য দেখতে পাওয়া যায়। হুবহু এই ভিডিওর সন্ধান মেলে না। সার্চ রেজাল্টে পাওয়া ভিডিওগুলিকে আর্মা-৩ নামের একটি ভিডিও গেমের দৃশ্য বলে উল্লেখ করা হয়। 

ভাইরাল ভিডিওটি দেখে এবং রিভার্স ইমেজ সার্চের ফল থেকে কিছু সূত্র নিয়ে আমরা ইউটিউবে বিভিন্ন রকম প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতে থাকি। কয়েকটি ভিন্ন ভিন্ন সার্চের পর  ‘Compared Comparision’ নামের একটি ইউটিউবে চ্যানেল এই সম্পূর্ণ ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে শেয়ার করা হয় যার ক্যাপশনে লেখা রয়েছে, ArmA 3 – A-10 Warthog vs Anti-Air Tank – Missiles and Tracers firing – GAU-8 Avenger – Simulation। এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওটি হুবহু মিলে যায়। 

নিচে ভাইরাল ভিডিও ও ইউটিউব ভিডিওর একটি তুলনা দেওয়া হল। 

উল্লেখ্য, আর্মা-৩ হল একটি ভিডিও গেম যেখানে ইউজাররা গেমটিকে কাস্টোমাইজড করে নিজের ইচ্ছে মতো বিভিন্ন দেশ বেছে খেলতে পারে। 

সম্প্রতি এই গেমের প্রচুর ভিডিওকে রুশ-ইউক্রেনের যুদ্ধের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। আর্মা-৩-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি টুইট পোস্ট করে তাদের ইউজারদের এই সমস্ত পোস্ট থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। আর্মা-৩ নামে একটি একটি গেমের ভিডিওকে রুশ-ইউক্রেন যুদ্ধের ভিডিও বলে ভুয়ো দাবি করা হচ্ছে।

Avatar

Title:আর্মা-৩ ভিডিও গেমের দৃশ্যকে রুশ-ইউক্রেন যুদ্ধ বলে ভুয়ো দাবি

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *