অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাম জন্মভূমি নিয়ে ভুয়ো খবর প্রতিনিয়ত বেড়েই চলেছে। সম্প্রতি ফেসবুকে নির্মাণাধীন অন্য একটি মন্দিরের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রথম ছবি। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে একটি মন্দিরের নির্মাণ চলছে এবং তার চারিদিকে বাঁশ বাধা রয়েছে। এর ক্যাপশনে লেখা রয়েছে,
#অযোধ্যা ভগবান শ্রী রাম মন্দির নির্মাণের প্রথম চিত্র। যে বন্ধুরা দেখে খুশি, তারা একবার আন্তরিক হৃদয় দিয়ে #জয়_শ্রী_রাম”।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। এটি কাশী বিশ্বনাথের প্রধান মন্দিরের নির্মাণাধীন করিডোরের ছবি।

Ayodhya first ohoto.png
ফেসবুক আর্কাইভ

এর আগে রাম মন্দিরের ভুমি পুজোর সময় বিভিন্ন রকম ভুয়ো ছবি এবং ভিডিও ফেসবুক ভাইরাল করে ভুয়ো দাবি করা হয়েছিল ফ্যাক্ট ক্রিসেন্ডো সেগুলির তথ্য যাচাই করে ভুয়ো প্রমান করেছিল।

তথ্য যাচাই

শুরুতেই ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর একটি প্রতিবেদনে এর অনুসন্ধান পাওয়া যায়। চলতি বছরের ৩০ অক্টোবরের এই প্রতিবেদনটি থেকে জানতে পারি,
কাশী বিশ্বনাথ (কেভি) করিডোর প্রকল্প আগামী বছরের অগস্ট মাসের মধ্যে শেষ করার জন্য জোরকদমে কাজ চলছে।

Kashi corridor projest.png
প্রতিবেদন আর্কাইভ

এরপর কিওয়ার্ড সার্চ করে সরকারি সংবাদমাধ্যম ‘অল ইন্ডিয়া রেডিয়ো নিউজ’-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্টের ছবিটিকে দেখতে পাওয়া যায়। এই ছবিটি সহ আরও দুটি ছবি শেয়ার করা হয়েছে একটি টুইটে এবং ক্যাপশনে লেখা রয়েছে,
বেনারসের নির্মাণাধীন কাশী বিশ্বনাথ মন্দিরের ছবি”।

আর্কাইভ

এরপর ফ্যাক্ট ক্রিসেন্ডো ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের’ বোর্ড মেম্বার অনিল মিশ্রর সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানান,
“রাম মন্দির নির্মাদের কাজ চলছে ঠিকই কিন্তু এখনও অবধি শুধুমাত্র ভিত্তি খনন করা হয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলি অযোধ্যার রাম মন্দিরের নয়।“

অন্যদিকে, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের’ টুইটার হ্যান্ডেলে নির্মাণাধীন অযোধ্যা রাম মন্দিরের ছবি দেখতে পাই। এই ছবির সাথে ভাইরাল হওয়া পোস্টের ছবির কোনও মিল নেই।

আর্কাইভ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। নির্মাণাধীন কাশী বিশ্বনাথ মন্দিরের ছবিকে অযোধ্যার রাম মন্দিরের ছবি দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:নির্মাণাধীন কাশী বিশ্বনাথ মন্দিরের ছবিকে অযোধ্যার রাম মন্দিরের ছবি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A

Result: False