পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ফ্রান্সে সম্প্রতি বিক্ষোভ প্রদর্শনের দাবিতে শেয়ার
পুলিশের গুলিতে ’নাহেল এম’ নামের ১৭ বছর বয়সের এক কিশোরের মৃত্যু গোটা ফ্রান্স জুড়ে অপ্রীতিকর পরিবেশ তৈরি করেছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে যানবাহন নষ্ট করা, মল, দোকান লুট করা থেকে শুরু করে সরকারী জিনিসপত্রে আগুণ লাগিয়ে দিচ্ছে। অনেক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে ফ্রান্স সরকার। এই প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার সেটিকে সম্প্রতি ফ্রান্সে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও দাবি করা হচ্ছে। ভিডিওটির সাথে লেখা হয়েছে- ফ্রান্সের রিপাবলিক স্কোয়ার দখল করে বিক্ষোভ করেছে শরণার্থীরা। ৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একটি স্মৃতিস্তম্ভকে দখল করেছে জনগণের একটি বিশাল ভিড়। পতাকা হাতে জনগণের এই ভিড় বিক্ষোভ প্রদর্শন করছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভাইরাল এই ভিডিওটি সম্প্রতি ফ্রান্সে চলমান বিক্ষোভ প্রদর্শনের সাথে সম্পর্কিত নয়। চার বছর আগে আবদেলাজিজ বুতেফ্লিকার পঞ্চমবারের জন্য আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সে বসবাসকারী আলজেরিয়ানরা আলজেরিয়ার পতাকা প্রদর্শন করে বিক্ষোভ দেখিয়েছিল।
তথ্য যাচাইঃ
ভিডিওটির আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল ভিডিও কেন্দ্রিক অনেক প্রতিবেদন ও টুইট পোস্ট পেয়ে যায়। ২০১৯ সালের ১০ মার্চ তারিখে করা একটি টুইট পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ফরাসি-আলজেরিয়ান এবং ফ্রান্সে বসবাসকারী আলজেরিয়ানরা বুতেফ্লিকার পঞ্চম মেয়াদে বিরুদ্ধে প্রতিবাদ করছে। প্যারিসের দে লা রিপাবলিক প্লেস আলজেরিয়ার পতাকা এবং ব্যানারে ছেয়ে গেছে একটি স্বাধীন ও গণতান্ত্রিক আলজেরিয়ার আহ্বান।“
স্টক ইমেজ কোম্পানি ’dreamstime’-এর ছবি গ্যালারিতেও একই রকমের ছবি পাওয়া যায়। ২০১৯ সালে আপলোড করা এই ছবির সাথে দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি ফ্রান্সের প্লেস দে লা রিপাবলিক শহরের। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকার বিরুদ্ধে বিক্ষোভকারীরা আলজেরিয়ার পতাকা প্রদর্শন করে বিক্ষোভ দেখিয়েছিল।
’গালফ টুডে’র ১১ মার্চ,২০১৯, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে আলজেরিয়ান বংশোদ্ভূত মানুষ প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যিনি পঞ্চমবারের জন্য আলজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল। প্যারিসের রিপাবলিক স্কোয়ারে বিশাল আকারের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।
অন্যান্য রিপোর্টেও একই তথ্য প্রকাশ হয়েছে। দেখুন এখানে, এখানে
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওটি চার বছরের পুরনো এবং সাম্প্রতিক ফ্রান্সে চলমান বিক্ষোভের সাথে সম্পর্কিত নয়। চার বছর আগে আবদেলাজিজ বুতেফ্লিকার পঞ্চমবারের জন্য আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াই ফ্রান্সে বসবাসকারী আলজেরিয়ানরা আলজেরিয়ার পতাকা প্রদর্শন করে বিক্ষোভ দেখিয়েছিল
Title:পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ফ্রান্সে সম্প্রতি বিক্ষোভ প্রদর্শনের দাবিতে শেয়ার
Written By: Nasim AResult: False