করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডাঃ আয়েশা, ভুয়ো ছবি ভাইরাল

False Social

116801325_3578548275518068_1168599028402409932_o.jpg

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ফ্রন্ট লাইনে থাকা অনেক ডাক্তার নার্স এই মারণরোগে প্রান হারিয়েছেন। আবার ডাক্তার-নার্সের মৃত্যু নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে সমানভাবে পাল্লা দিয়ে। এই জাতীয় ফেক নিউজের অন্যতম একটি উদাহরণ হল ডাঃ আয়েশার মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ডাঃ আয়েশা নামে  এই মেয়েটি সম্প্রতি ডাক্তারি পাশ করেছিলেন এবং করোনার দায়িত্বে থাকাকালীন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আলবিদা ডাক্তার আয়েশা কখনও কখনও হৃদয়কে ধাক্কা দেওয়ার ঘটনা সামনে আসে। একইরকম ঘটনায় করোনার ডাঃ আয়েশার মৃত্যু। সবেমাত্র একজন ডাক্তার হয়েছে, গত 17 জুলাই জন্মদিন ছিলো। এই করোনা যোদ্ধা তার কর্তব্য পালন নিজেই করোনার শিকার হয়েছিলেন এবং অবিরাম যাত্রা শুরু করেছেন। একটি হাসি মুখ এই পৃথিবী ছেড়ে চলে গেল। মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন।“

Ayesha.png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই

ছবিটি গুগলে রিভার্স ইমেজ সার্চ করে জানতে পারি ডাক্তার আয়েশা একদিন আগেই টুইটারে ট্রেন্ডিং ছিল এবং সাংবাদিক নিধি রাজদান সহ অনেকেই এই ভুয়ো খবরের ফাঁদে পরেছিল। এই ঘটনার সুত্রাপাত হয়েছিল একটি টুইট থেকে। ডাঃ আয়েশা নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইট এই ছবিটি টুইট করে বলা হয়,
“করোনা ভাইরাসের সাথে লড়ে উঠতে পারছি না। আজকেই আমাকে ভেন্টিলেটারে নিয়ে যাওয়া হবে। আমার হাসি এবং আমাকে মনে রাখবেন। আপনাদের বন্ধুত্তের জন্য ধন্যবাদ। আপনাদের খুব মনে পড়বে। সুস্থ থাকুন এবং এই ভাইরাসকে অবহেলা করবেন না। অনেক ভালোবাসা । বিদায়।“ 

download (7).png

এই হৃদয়বিদারক টুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপরে আরেকটি টুইট করে অন্য একটি ছবি পোস্ট করে করে বলা হয়, “আয়েশাকে আপনার প্রার্থনায় মনে রাখুন। পরিবার ও বন্ধুদের প্রার্থনার পরেই সে সুস্থ হয়ে উঠতে পারে। ধন্যবাদ।“

screenshot-twitter.com-2020.08.03-18_25_57.png

এই ছবিটি পোস্ট করার পর নেটিজেনদের সন্দেহ হয়। গুগলে রিভার্স ইমেজ সার্চ করে খুব সহজেই বুঝতে পারা যায় এটি পুরনো ছবি। 

download (8).png

তারপরেই এই টুইটার আকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়। 

20200803_185520.jpg

এই পর্যন্ত স্পষ্ট হয়ে যায় যে এটি একটি ফেক আকাউন্ট এবং ডাঃ আয়েশা নামে কোনও নার্স করোনায় মারা যায়নি। পোস্টের ছবিটিতে আমরা লক্ষ করি বালিশের ওপর ‘Life’ লেখা রয়েছে । 

গুগলে কিওয়ার্ড সার্চ করে তেলেঙ্গানার কামারেড্ডি শহরের একটি হাসপাতালের নামের সাথে এই লেখাটির মিল পাই। হাসাপাতালে যোগাযোগ করে তাদের এই বিষয়ে জিজ্ঞাসা করাতে তারা জানায়, এটি ওই হাসপাতালেরই বালিশের ছবি। যদিও মেয়েটি কে বা এটি কবেকার ছবি এই বিষয়ে কতৃপক্ষ কোনও তথ্য দেয়নি। তাদের তরফে আরও জানানো হয়, “এই হাসপাতালে করোনার ট্রিট্মেন্ট হয়না এবং এর আগেও কোনও দিন হয়নি। তাদের হাসপাতালে আয়েশা নামে কেউ করোনায় মারা যায়নি। এই দাবি সম্পূর্ণ মিথ্যে।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ডাঃ আয়েশা নামে কেউ করোনায় মারা যায়নি। এটি তেলেঙ্গানার কামারেড্ডি শহরের একটি হাসপাতালের ছবি। এর সাথে করোনার কোনও সম্পর্ক নেই। 

Avatar

Title:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডাঃ আয়েশা, ভুয়ো ছবি ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *