
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে প্রথম ব্রডগেজ ট্রেন চলাচল শুরু হল। পোস্টের ১ মিনিট ৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে রানি গাইদিনলিউ নামের ট্রেন স্টেশনে একটি মালগাড়ি হর্ন দিতে দিতে প্রবেশ করছে। ভিডিওর ওপরে লেখা রয়েছে, “স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে প্রথম ট্রেন চলাচল শুরু হলো। মোদী আছেন, তো সবই সম্ভব।”
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ স্বাধীনতার ৭৫ বছরপর মণিপুরে প্রথম ট্রেন চলাচল শুরু হলো।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। মণিপুরে প্রথম মালগাড়ি চালু হওয়ার খবরকে প্রথম ব্রডগেজ ট্রেন চালু হওয়ার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই ভিডিওর সত্যতা যাচাই করতে প্রথমে আমরা ভিডিওটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। দেখা যায়, ট্রেনের সামনে লাগানো ব্যানারে ইংরেজিতে লেখা রয়েছে ‘first goods train rolling from VNGP-rani gaidinliu ( Kaimai Road ) on 27-01-2022’। এর অর্থ হল ২৭ জানুয়ারি, ২০২২, তারিখে প্রথম পন্যবাহী ট্রেন রানি গাইদিনলিউ স্টেশন থেকে শুরু হলো। ট্রেনের ইঞ্জিনে থাকা আরেকটি ব্যানারেও একই কথা লেখা রয়েছে।
এই সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে মুখ্যধারার বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরের উল্লেখ পাই। ‘দি ইকোনমিক্স টাইমস’-এর ৩০ জানুয়ারি, ২০২২, তারিখের একটি প্রতিবেদনে এই ঘটনার খবর দেখতে পাই যার শিরোনামে লেখা রয়েছে, “মণিপুর ৭৫ বছরে প্রথমবারের মতো মালবাহী ট্রেন সংযোগ পেয়েছে; প্রধানমন্ত্রী মোদি বলেছেন এটি রাজ্যের বাণিজ্য বৃদ্ধি করবে।”
প্রতিবেদন অনুযায়ী, অসমের শিলচর থেকে একটি যাত্রীবাহী ট্রেন মণিপুরের বোঙ্গাইচুংপাও রেলওয়ে স্টেশনে পৌঁছনোর কয়েকদিন পর মালবাহী ট্রেনটি উত্তর-পূর্ব রাজ্যের রানি গাইদিনলিউ স্টেশনে পৌঁছয়।

ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদমাধ্যম ’জি নিউজের’ ভিডিও উপস্থাপনা থেকেও একই কথা জানতে পারি।
মণিপুরে প্রথম ট্রেন কবে শুরু হয়েছিল ?
সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-এর ২০১৬ সালের ২৭ মে তারিখের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালে উত্তর-পূর্ণ রাজ্যে মণিপুর এবং মিজোরামের রেল যোগাযোগ উন্নত করার জন্য একটি যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেছেন।

‘অল ইন্ডিয়া রেডিও নিউজ’ এর অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা ২৭ মে, ২০১৬, তারিখের একটি টুইটে মণিপুর থেকে সিলচরের প্রথম ব্রডগেজ ট্রেনের ৪টি ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টের মাধ্যমে জানানো হয় ’জিরিবাম, মনিপুর থেকে শিলচরের মধ্যে প্রথম ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনব্রডগেজ ট্রেন।’
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। মণিপুরে প্রথম মালগাড়ি চালু হওয়ার খবরকে প্রথম ব্রডগেজ ট্রেন চালু হওয়ার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে ট্রেন চলাচল শুরু হলো? জানুন সত্যতা
Fact Check By: Nasim AResult: Partly False