ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে ঘিরে বঙ্গরাজনীতি এখন তুঙ্গে। মনোনয়ন পর্ব শেষে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার সভা। ৮ জুলাই তারিখে এক দফায় নেয়া হবে ভোট এবং ফলাফল ঘোষণা হবে ১১ জুলাই তারিখে। এই অবস্থার মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হচ্ছে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট। এরকমই একটি পোস্ট আমাদের নজরে আসে। আসুন সেই পোস্টে করা দাবি গুলোর সত্যতা যাচাই করি।

এই পোস্টে সিপিআই(এম) এর মুখপত্র ’গনশক্তি’র প্রথম পাতার স্ক্রিনশট শেয়ার করা হয়েছে এবং প্রথম খবরের শিরোনামে দেখা যাচ্ছে লেখা হয়েছে, “বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলায় ইসলামের ভবিষ্যত।“ বলে দাবি করা হচ্ছে। সাথে এও দাবি করা হচ্ছে যে, ’সব মসজিদ থেকে আজান হবে’ বলে জানিয়েছেন বঙ্গ সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশের খবরটির শিরোনামের নীচে লাল কালির আন্ডারলাইন করে দেখানো শিরোনামে লেখা হয়েছে, “জগন্নাথ বাঁচাতে পারলোনা বিদ্যুৎ থেকে, ত্রিপুরায় মৃত ৬।“

এই ফেসবুক পোস্টটি শেয়ার করে শেয়ারকারী লিখেছেন, “বাংলার হিন্দুরা সাবধান , সিপিএম কে ভোট দিলে , হিন্দুদের কি পরিণতি হবে দেখুন , সব হিন্দুদের তাড়িয়ে দেবে এই সিপিএম পার্টি ও পাকিস্তানী আইএসআই ও সিমি এজেন্ট মোহাম্মদ সেলিম। বাংলার প্রতি গ্রামে গ্রামে সিপিএমের হার্মাদ বিরোধী প্রতিরোধ মঞ্চ গড়ে তুলুন।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ’গনশক্তি’র নামে ভাইরাল এই প্রতিবেদনটির শিরোনামগুলো সম্পাদিত।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ফেসবুক পোস্টের এই প্রতিবেদনের স্ক্রিনশটে থাকা প্রথম শিরোনামের লাইন দুটির দিকে নজর দিলেই স্পষ্ট বোঝা যাচ্ছে লাইনদুটোর ফন্ট আলাদা। একই শিরোনামে ভিন্ন ফন্ট আমাদের মনে প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন জাগিয়ে তোলে। নীচে সবুজাকৃতি আয়তাকার অংশটুকু দেখুন।

আসলেই কি এরকম শিরোনাম যুক্ত প্রতিবেদন প্রকাশ করেছে গনশক্তি ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে পোস্টের প্রতিবেদনটি ভালো করে পর্যবেক্ষণ করে বুজতে পারি যে প্রতিবেদনটি ১৩ আষাঢ়, ১৪৩০, তারিখের যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হয় ২৯ জুন,২০২৩, তারিখ। এটিকে সুত্র ধরে আমরা গনশক্তির ২৯ জুন তারিখের প্রতিবেদনটি খুঁজে বের করি। এখানে প্রথম শিরোনামে লেখা রয়েছে,” বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলার ভবিষ্যৎ, সব বুথেই ভোট হবেঃ সেলিম।“ অর্থাৎ, স্পষ্ট হয় যে, শিরোনামের ’বাংলার’ শব্দটিকে সম্পাদিত করে ’ ’বাংলায়’ এবং ’ বাংলার ভবিষ্যৎ’ শব্দ দুটির মাঝে ’ইসলামের’ শব্দটি সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে। তাছাড়া, ’ সব বুথেই ভোট হবে’ বাক্যটিকে ’সব মসজিদ থেকে আজান হবে’ বাক্য দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

তাছাড়াও, পাশের প্রতিবেদনের শিরোনামটিকেও পরিবর্তন করা হয়েছে। ’রথের চুড়ো বিদ্যুতের তারে’ বাক্যটিকে ’জগন্নাথ বাঁচাতে পারলোনা বিদ্যুৎ থেকে’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ’গনশক্তি’র নামে ভাইরাল এই প্রতিবেদনটির শিরোনামগুলো সম্পাদিত।

Avatar

Title:গনশক্তির নামে ভাইরাল এই প্রতিবেদনের শিরোনামগুলো সম্পাদিত

Written By: Nasim Akhtar

Result: Edited