ভাইরাল ছবিটি টাইটান সাবমার্সিবলের ধ্বংসাবশেষের নয়
১৯১২ সালে হিমশৈলের সাথে সংঘাতে আটলান্টিক মহাসাগরের ১২৫০০ ফুট নীচে তলিয়ে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে ডুবযান করে পাড়ি দিয়েছিল মোট পাঁচজনের একটি দল। এই ডুবযানটি একটি সাবমার্সিবল যার নাম ছিল টাইটান। ১৮ তারিখে ডুবযানটি তার যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরেই তার সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছিল। ৪ দিন পর এই ডুবযানটির ধ্বংসাবশেষ টাইটানিক জাহাজ থেকে ৫০০মিটার দূরে পাওয়া যায়। তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয় টাইটান। প্রান হারিয়েছেন পাঁচ জনই। এই প্রসঙ্গে একটি ছবি শেয়ার সেটিকে টাইটান সাবমার্সিবলের ধ্বংসাবশেষ বলে দাবি করা হচ্ছে। ছবিটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বর +919049053770-এ পেয়েছি।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ছবিটি টাইটান সাবমার্সিবলের ধ্বংসাবশেষের নয়, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের।
তথ্য যাচাইঃ
ছবিটির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Independent-এর ৩০ অক্টোবর,২০২০, তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাওয়া যায়। এই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে,” টাইটানিকের রেডিও পুনরুদ্ধারের পরিকল্পনা প্রশ্ন উত্থাপন করে যে এটিতে এখনও মানুষের দেহাবশেষ রয়েছে কিনা।“ অর্থাৎ ছবিটি টাইটানিক জাহাজের সাথে সম্পর্কিত, সাম্প্রতিক দুর্ঘটনার শিকার ডুবযান টাইটান সাবমার্সিবলের নয়।
ছবিটির উল্লেখ phys.org-এর ওয়েবসাইটেও পাওয়া যায়। সেখানেও ছবিটিকে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ বলেই জানানো হয়েছে।
আরও অনুসন্ধানের আমরা পেয়েছি যে, ছবিটি ২০০৪ সালে অ্যাসোসিয়েটেড প্রেস ওয়েবসাইটের মাধ্যমে রোড আইল্যান্ডের ইনস্টিটিউট ফর এক্সপ্লোরেশন এবং প্রত্নতাত্ত্বিক সমুদ্রবিদ্যার কেন্দ্র এবং জাতীয় মহাসাগর এবং বায়ুমণ্ডলীয় প্রশাসনের মহাসাগর অনুসন্ধানের অফিস দ্বারা সরবরাহ করা হয়েছিল।
ভাইরাল ছবিটি সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের শ্রীলঙ্কা দল ইমেলের মাধ্যমে মার্কিন উপকূলরক্ষী বিভাগের সাথে যোগাযোগ করেছে এবং তারা নিশ্চিত করেছে যে,"ইউনিফাইড কমান্ড ধ্বংসাবশেষের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি। আমাদের অফিসিয়াল প্রেস রিলিজ বা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ না করা পর্যন্ত এই ছবিগুলি অপ্রমাণিত।“
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ছবিটি টাইটান সাবমার্সিবলের ধ্বংসাবশেষের নয়, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের।