
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ইতালির গায়িকা জুলিয়া মার্কিন বলে দাবি কর । পোস্টের ছবিতে দেখা যাচ্ছে এক বিশাল জনগনের ভিড়ের মাঝে এক মহিলা ব্রা হাতে দাড়িয়ে আছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন ১৯৫৫ সালে শহরের একটি স্কয়ারে দাঁড়িয়ে বুক থেকে ব্রা বের করে মানুষ কে বলেছিলো কত দাম দেবে?? মানুষ গুলো ৩০০ডলার পর্যন্ত দাম উঠায়!!শেষে সে হেসে বলল তোমরা কত বোকা যারা যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য সাধারণ জামাকাপড়ের পেছনে এত টাকা খরচা করে!!অথচ গরীব মানুষের পেট ভরাতে পারে না,আমি লজ্জিত এবং আমি দুঃখিত আপনাদের মানসিকতার এবং মানবিকতার জন্য।।“
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ১৯৬৯ সালে হলিউড অভিনেত্রী কেটি হোমসের বিক্ষোভকারীদের সম্মান জানানোর উদ্দেশ্যে তোলা ছবিকে গায়িকা জুলিয়া মার্কিন দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি, অর্থ, শিল্পকলার একটি মাসিক পত্রিকা ‘হারপার ম্যাগাজিন’-এর ২০১৮ সালের ২০ নভেম্বর তারিখের প্রতিবেদনে এই ছবির অনুসন্ধান পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানতে পারি, ছবিটি ১৯৬৯ সালের এবং ছবিতে থাকা এই মহিলা হলেন হলিউড অভিনেত্রী কেটি হোমস। তৎকালীন নারীর অধিকার সংক্রান্ত বিভিন্ন আন্দোলনকারীদের সাহসিকতার প্রতি সম্মান জানাতে কেটি হোমস ব্রা হাতে নিয়ে পোজ দিয়েছিলেন। এই ছবির চিত্রগ্রাহক ছিলেন “জয়ী গ্রোসম্যান”।

এই সুত্র ধরে চিত্রগ্রাহক “জয়ী গ্রোসম্যান” এর ইন্সতাগ্রামে এই ছবি খুঁজে পাই। ২০ দিসেম্বর,২০১৮, তারিখে এই ছবি পোস্ট করা হয়েছে। পোস্টের কাপ্সনের মাধ্যমে “জয়ী গ্রোসম্যান জানিয়েছেন – নারী অধিকারের একজন প্রতিবাদীকে শ্রদ্ধা জানাতে, ১৯৬৯ সালে আমি এই ছবিতে প্রতিভাবান এবং আশ্চর্যজনক কেটি হোমস-এর সাথে কাজ করতে পেরেছি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ১৯৬৯ সালে হলিউড অভিনেত্রী কেটি হোমসের বিক্ষোভকারীদের সম্মান জানানোর উদ্দেশ্যে তোলা ছবিকে গায়িকা জুলিয়া মার্কিন দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:অভিনেত্রী কেটি হোমসের ছবিকে ইতালির গায়িকা জুলিয়া মার্কিন দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False