বিলাসবহুল বাসের ছবিগুলো অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার সাথে সম্পর্কিত নয়

False Political

চলতি বছরের পঞ্চায়েত ভোটের প্রেক্ষিতে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জি জনসংযোগ যাত্রা নামের এক যাত্রা শুরু করেছেন ২৫ এপ্রিল থেকে। এই যাত্রা শুরু হয়েছে কোচবিহারের দিনহাটা থেকে চলবে কাকদ্বীপ অবধি। ৬০ দিন ধরে রাস্তায় থাকবেন তিনি এবং প্রতিদিন ৩-৪টি সভা থেকে নিজের বক্তব্য রাখবেন। মানুষের সাথে সরকারের সম্পর্ক দূরত্ব কমানোর সাথে সাথে স্থানীয়দের নিজ পছন্দের প্রার্থীকে নিজ বুথের প্রার্থী মনোনয়ন করানোর উদ্দেশ্যে বের হওয়া দীর্ঘ এই যাত্রাকে ঘিরে শেয়ার করা হচ্ছে কয়েকটি ছবি। বিলাসবহুল কয়েকটি বাসের ছবি শেয়ার করে সেগুলকে অভিষেক ব্যানার্জির জন্য মোতায়েন করা বাসের ছবি বলে দাবি করা হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “EXCLUSIVE :: কালীঘাটের কয়লা ভাইপো শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাসে সওয়ার হয়ে…হাড় জিরজিরে রাজ্যবাসীর দুঃখু দেখতে যাবেন!।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। বিলাসবহুল বাসের ছবিগুলো অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই  

জনসংযোগ যাত্রায় অভিষেক ব্যানার্জির ব্যবহারের জন্য বাসের ছবি দেখতে গুগল সহ ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, একটি ভিডিও উপস্থাপনে একটি ভ্যানিটি ভানের ভিডিও পাওয়া যায় যা পোস্টের বিলাসবহুল বাসের ছবিগুলোর থেকে সম্পূর্ণ আলাদা।

এখান থেকে ধারণা হয় যে, ছবিগুলো বিভ্রান্তিকর। 

ছবিগুলোর উৎস ?   

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিলাসবহুল এই বাসগুলি সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়। 

১ম ছবিঃ 

Zeebiz-এর ১৭ আগস্ট,২০২২, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি একটি ভলভো বাসের। এখান থেকে স্পষ্ট হয় যে ছবিটি জনসংযোগ যাত্রার সাথে সম্পর্কিত নয়। 

প্রতিবেদন আর্কাইভ 

২য় ছবিঃ 

জি নিউজের ২৩ জানুয়ারি,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ইহা ভলভো ৯৬০০ নামের বিলাসবহুল বাসের ছবি যা ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি অবধি গ্রেটার নয়ডাতে আয়োজিত Auto Expoতে প্রথম ভারতে নিয়ে আসা হয়েছে। 

প্রতিবেদন আর্কাইভ 

৩য় ছবিঃ 

ছবিটি Hemphill Brothers’ কোম্পানির একটি বিলাসবহুল বাস। এই বাসে থেকেছেন হলিউড তারকা, গায়িকা Beyoncé, Taylor Swift, Dolly Parton, Lady Gaga । 

প্রতিবেদন আর্কাইভ 

৪র্থ ছবিঃ 

Wtxnews নামের ওয়েবসাইটের ২৭ জুলাই,২০২১, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি একটি বিলাসবহুল সেলিব্রিটি ট্যুর বাস।  

প্রতিবেদন আর্কাইভ 

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, পোস্টের এই ছবি গুলো অভিষেক ব্যানার্জির জন সংযোগ যাত্রার সাথে সম্পর্কিত নয়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। বিলাসবহুল বাসের ছবিগুলো অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:বিলাসবহুল বাসের ছবিগুলো অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার সাথে সম্পর্কিত নয়

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *