
লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজেদের মত করে প্রচার করে চলছে। প্রচার তন্ত্রের অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়ে দাড়িয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো। যেখানে প্রত্যেক ব্যাক্তি নিজের রায় স্বাধীন ভাবে প্রকাশ করে। নির্বাচনী প্রচারের এই অবস্থায় একটি পোস্ট যেখানে রয়েছে একটি সংবাদ প্রতিবেদনের চিত্র শেয়ার করে দাবি করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলেছেন ইসকন। পোস্টের সংবাদ প্রতিবেদনটির শিরোনামে লেখা হয়েছে,”মমতাকেই ভোট দিন, ভিডিও বার্তায় ভক্তদের বলল ইসকন।“ এবং ক্যাপশনে লেখা হয়েছে,”মমতাকেই ভোট দিন ভক্তদের বললো ইসকন।“
তথ্য যাচাই করে আমরা ভাইরাল এই দাবিটিকে মিথ্যা বলে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে কোনও ভিডিয়ো বার্তা প্রকাশ করেনি ইসকন।

তথ্য যাচাইঃ
পোস্টের সংবাদ প্রতিবেদনটি আসলেই কোন প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল কি না তা জানতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, হুবহু একই শিরোনাম ও একই রকম ছবি যুক্ত সংবাদ মাধ্যম ‘বর্তমান পত্রিকা’র একটি প্রতিবেদন পাওয়া যায়। লক্ষ্যনিয় ব্যাপার হল বর্তমান পত্রিকার এই প্রতিবেদনটি ২০১৯ সালের।

আরেকটু খুঁজাখুঁজির পর মমতা ব্যানার্জিকে সমর্থন করে ইসকনের ভিডিও বার্তার প্রকাশের ভিডিওটি সংবাদ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে পাওয়া যায় যা ৩০ মার্চ,২০১৯, তারিখে আপলোড করা হয়েছে।
এই অবধি এটুকু স্পষ্ট হয় যে ফেসবুক পোস্টের খবরটি ২০১৯ সালের, আসন্ন লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়।
আসলেই কি ইসকন মমতা ব্যানার্জির সমর্থনে ভিডিও বার্তা প্রকাশ করেছিল ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই ‘দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে’র ১ এপ্রিল,২০১৯, তারিখের একটি প্রতিবেদন পাওয়া যায় যার শিরোনামে লেখা হয়েছে,”ইসকন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার কথা অস্বীকার করেছে।“ ইসকনের যোগাযোগ পরিচালক যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, “আমরা কোনো ভিডিও প্রচার করিনি। আমাদের অনুসারীরা যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে পারেন।”

প্রতিবেদন | আর্কাইভ |
ভাইরাল এই দাবিকে খণ্ডন করে ইসকন-এর তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছিল,”সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করা হয়েছে যেটি ইসকন দ্বারা উত্পাদিত হয়েছে বলে দাবি করা হয়েছে যেখানে অনুসারীদের পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করতে বলেছে। মিডিয়া রিপোর্টগুলি বিভ্রান্তিকর এবং আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে উল্লিখিত ভিডিওটির উত্পাদন বা প্রচারের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন সর্বদা একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ সংগঠন ছিল এবং থাকবে যা অন্যের চেয়ে কোনো প্রার্থী, দলকে সমর্থন করে না।

নিষ্কর্ষঃ
তথ্যের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইসকনের মমতাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করার দাবিটি মিথ্যা।

Title:মমতাকেই ভোট দিন, ভিডিও বার্তায় ভক্তদের বলল ইসকন ? জানুন ভাইরাল দাবির সত্যতা
Written By: Nasim AResult: False