
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো বছরের নির্বাচনের সময় তালিকা শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করল নির্বাচন কমিশন। ছবিতে দেখা যাচ্ছে একটি তালিকায় ৭ দফায় কোন কোন নির্বাচনী কেন্দ্রে ভোট হবে তার সময়সূচী দেওয়া রয়েছে। ছবিটির ওপরে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ২১শে ১ এপ্রিল থেকে ১৯ মে-এর মধ্যে বাংলায় ৭ দফায় ভোট হবে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,
“বিজেপি সরকারের শাসনে মূল্যবৃদ্ধি পেট্রল ডিজেল রান্নার গ্যাসের দাম বেকারত্ব সাম্প্রদায়িক শাসন দেশের জাতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বিপননে বাংলায় দুর্গা পুজো মাইকে আজান বন্ধ করে রাম মন্দির করতে চায় এই কুলাঙ্গার বিজেপি জুমলা পার্টি। Vote For Bangla বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল নেতা বেচারাম মান্না জিন্দাবাদ West Bengal Election dates: state to vote in 7 phases From April 11 to 19 May YEAR 2021”।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৯ সালের বাংলার বিভিন্ন লোকসভা কেন্দ্রের নির্বাচনের সময়সূচীকে ২১শের নির্বাচনের সময় তালিকা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাই
প্রথমে ছবিটি দেখেই আমরা বুঝতে পারি এটি ভুয়ো। যেখানে বাংলার বিধানসভা আসলের সংখ্যা ২৯৪টি, সেখানে ছবিতে মাত্র ৪২টি আসনের কথা লেখা রয়েছে। অর্থাৎ, এটি কোনমতেই বিধানসভা নির্বাচনের সময় তালিকা নয়। অন্যদিকে, বাংলার লোকসভা আসন সংখ্যা ৪৪। এর থেকে বোঝা যায় যে এটি লোকসভা নির্বাচনের তালিকা হলেও হতে পারে।
এরপর আমরা ২০১৯ সালের বাংলার ৪২টি আসনে লোকসভা নির্বাচনের সময় তালিকা খুঁজে বের করি। দেখতে পাই, এই তালিকাকে হুবহু কপি করে শুধু মাত্র ২০১৯ কে ২০২১ করে এই ভুয়ো ছবিটি তৈরি করা হয়েছে।

অন্যদিকে, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এই ছবিটিকে ভুয়ো বলে একটি টুইট করে ধোঁয়াশা আরও দূর করেছে। এখনও অবধি বাংলার ২১শের বিধানসভা নিরাবচনের সময়সূচী ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের তরফে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৯ সালের বাংলার বিভিন্ন লোকসভা কেন্দ্রের নির্বাচনের সময়সূচীকে ২১শের নির্বাচনের সময় তালিকা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:না, ২১শের বিধানসভা নির্বাচনের সময়সূচী এখনও প্রকাশ করেনি কমিশন
Fact Check By: Rahul AResult: False