না, হুইলচেয়ার ছেড়ে হাঁটছেন না মুখ্যমন্ত্রী মমতা

Altered Political

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুইলচেয়ার ছেড়ে হাঁটছেন। পোস্টে মোট দুটি ছবির একটি কোলাজ দেওয়া রয়েছে যার বাঁদিকে দেখা যাচ্ছে মমতা হুইল চেয়ারে বসে আছে। এই ছবির ওপরে লেখা রয়েছে মমতার সামনে। ডানদিকের ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাঁটছেন এবং এর ওপরে লেখা রয়েছে, “আর কত নাটক করবেন মাননীয়া।“

তথ্য যাচাই করে আমরা দেখতে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মমতার হুইলচেয়ারে বসা ছবিটিকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Mamata Leg break.png
ফেসবুক আর্কাইভ

উল্লেখ্য, উল্লেখ্য, গত ১০ মার্চ নন্দীগ্রামে নির্বাচনের প্রচারে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা। তার পায়ের চোট লাগে, তাকে এসএসকেএম হাসাপাতালে ভর্তি করা হয়। এরপর ১২ মার্চ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। 

তথ্য যাচাই

পোস্টের বাঁদিকের ছবিকে ক্রপ করে রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই এটি মমতা ব্যানার্জির হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিনের ছবি। সংবাদমাধ্যম ‘এই সময়’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১২ মার্চ সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ হাসপাতাল থেকে ছুটি পান মুখ্যমন্ত্রী। তার নিজের ইচ্ছাতেই তাকে ছাড়া হয়। 

Toi.png
প্রতিবেদন আর্কাইভ 

এরপর ডানদিকের ছবিকে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর একটি প্রতিবেদনে মমতার ছবিটিকে দেখতে পাই। ২০১২ সালে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল। এই ছবিকেই মুখ্যমন্ত্রীর হুইলচেয়ারে বসে থাকা অবস্থার ছবির ওপর বসিয়ে বিভ্রান্তিকর দাবির সাথে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। 

Mmata left.png
প্রতিবেদন আর্কাইভ

ছবি দুটিকে পাশাপাশি তুলনা করলেই ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে যায়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি অপ্রাসঙ্গিক। মমতা ব্যানার্জির পুরনো একটি ছবিকে অপ্রাসঙ্গিক দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:না, হুইলচেয়ার ছেড়ে হাঁটছেন না মুখ্যমন্ত্রী মমতা

Fact Check By: Rahul A 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *