মোট সাত দফার মধ্যে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তৃতীয় দফার ভোট। চলমান লোকসভা নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে যেমন চলছে রাজনৈতিক দলগুলোর প্রচার কার্জ তার সাথে টেক্কা দিয়েই চলছে ভুয়ো দাবির সাথে অপ্রাসঙ্গিক ও পুরনো ভিডিও, ছবির শেয়ার। এই পরিস্থিতির মাঝেই একটি ভিডিও আমাদের নজরে পরে যা শেয়ার করে দাবি করা হয়েছে যে মোদীর কুশপুতুলে আগুন লাগাতে গিয়ে কংগ্রেস কর্মীরা নিজেরাই সেই আগুনের শিকার হয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” কর্নাটকে মোদীজীর কুশপুতুল দাহ করতে গিয়ে, কয়েক জন কংগ্রেস কর্মীর লুঙ্গিতে আগুন লেগে গেল।“

আসলেই কি তাই ? আসুন জেনেনি ভাইরাল এই ভিডিওর নেপথ্যে লুকিয়ে থাকা আসল তথ্য।

আমরা তথ্য যাচাই করে দেখতে পেয়েছি ভিডিওটি ২০১২ সালের অর্থাৎ ভিডিওটি চলমান লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি কর্ণাটকের নয় বরং কেরালার। ভিডিওতে মোদীর কুশপুতুলে আগুন নয় বরং কেরালা স্টুডেন্টস ইউনিয়নের কর্মীরা এমজি ইউনিভার্সিটির চ্যান্সেলরের কুশপুত্তলিকা পোড়ানোর সময় নিজেরাই আগুনের মুখে পড়েছিলেন।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর তথ্য যাচাই করতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘এশিয়ানেট নিউজ’-এর ইউটিউব চ্যানেলে ভাইরাল এই ভিডিওকে ঘিরে একটি ভিডিও উপস্থাপন পাওয়া যায়। ভিডিওটি ২০১২ সালের ৫ জুলাই তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”কেরালা স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) কর্মীরা পাঠানামথিট্টায় আগুন থেকে বাঁচতে সক্ষম হয়েছেন।“ আপনি ০.১৫ মিনিট থেকে ভাইরাল ভিডিও দেখতে পারেন। ভিডিও অনুসারে, এমজি ইউনিভার্সিটির চ্যান্সেলরের কুশপুত্তলিকা পোড়ানোর সময় কেএসইউর কর্মীরা আগুন থেকে পালাতে সক্ষম হয়েছিল।

ভিডিওতে একটি পতাকা দেখতে পাওয়া যায় যা কেরালা স্টুডেন্টস ইউনিয়নের (KSU) পতাকার সাথে মিলে যায়। কেরালায় সক্রিয় সর্বভারতীয় কংগ্রেস কমিটির ছাত্র সংগঠন। এটি নিশ্চিত করে যে ভাইরাল ভিডিওটি কর্ণাটকের নয় বরং কেরালার।

টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, কেরালা স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) কর্মীরা এমজি ইউনিভার্সিটির উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানোর সময় তারা নিজেরাই আগুনের কবলে পড়েছিলেন। কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছিলেন। (আর্কাইভ)

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে এসেছে যে ভিডিওটি ১২ বছরের পুরনো এবং চলমান লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি কর্ণাটকের নয় বরং কেরালার। ভিডিওর সাথে করা দাবিটি মিথ্যা। ভিডিওতে থাকা লোকেরা কংগ্রেস কর্মী নয়, তারা কেরালা স্টুডেন্টস ইউনিয়নের সদস্য।

Avatar

Title:পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে মোদীর কুশপুতুল দাহ করতে গিয়ে কংগ্রেস কর্মীর লুঙ্গিতে আগুন বলে শেয়ার

Written By: Nasim A

Result: False