
৭ই মার্চ বিগ্রেডের মিছিলের পর সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ছবিকে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে। পোস্টে একটি জনসমাবেশের ছবি দেখা যাচ্ছে যেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। দাবি করা হচ্ছে, এটি বিজেপির ব্রিগেড সমাবেশের ছবি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “জনসমুদ্র বিগ্রেড….. #ModirSatheBrigade”।
তথ্য যাচাই করে দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৯ সালের বামেদের ব্রিগেড র্যালির ছবিকে বিজেপির ব্রিগেডের ছবি দাবি করা হচ্ছে।
তথ্য যাচাই
এই ছবি সত্যতা যাচাই করতে প্রথমে এই ছবির রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে দেখতে পাই ২০২০ সালে সিপিআই (এম) পশ্চিমবঙ্গের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিটি শেয়ার করা হয়েছিল। টুইটের ক্যাপশনে লেখা রয়েছে, “সব ফুল কেটে দিলেও বসন্তকে আটকানো যায়না। গত বছরের কলকাতা ব্রিগেড র্যালির ছবি।“
এছাড়া পিপলস ডেমোক্রেসি এবং সোশ্যাল নিউজ নামে দুটি ওয়েবসাইটে এই ছবিটি দেখতে পাওয়া যায়। এই প্রতিবেদনগুলি অনুযায়ী এগুলি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেড র্যালির ছবি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৯ সালের বামেদের ব্রিগেড র্যালির ছবিকে বিজেপির ব্রিগেডের ছবি দাবি করা হচ্ছে।