
সম্প্রতি সামজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে মায়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে মুক্ত আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের উপর হামলা চালানো হচ্ছে এবং কিছুক্ষনের মধ্যেই হেলিপকপ্টারটিতে আগুণ লেগে জাগে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে “ “
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। বিদ্রোহীদের হামলায় সিরিয়া সামরিক বাহিনীর হেলিপকপ্টার ভূপাতিত হওয়ার পুরনো ভিডিওকে মায়ানামারের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম এন বি সি এর পোর্টালে এই ভিডিও কেন্দ্রিক উপস্থাপন পেয়ে যাই। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি তারিখে আপলোড করা এই উপস্থাপনের শীর্ষকে লেখা হয়েছে “ইদলিব প্রদেশে সিরিয়ার সামরিক হেলিকপ্টার বিদ্রোহীরা গুলি করে ভূপাতিত করেছে।“ প্রতিবেদনটি পড়ুন এখানে।
একই তথ্যের সাথে এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদন স্কাই নিউজ-এর পোর্টালেও পাওয়া যায়।

দি টেলিগ্রাফের ভিডিও উপস্থাপনটিও দেখুন। এখানেও ভিডিওতে দেখতে পাওয়া হেলিকপ্টারটিকে সিরিয়ার সামরিক বাহিনী হেলিকপ্টার ভূপাতিত হওয়ার বলে জানানো হয়েছে।
তথ্যের ভিত্তিতে প্রমানিত হয়, হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি মায়ানমার সামরিক বাহিনীর নয়, সিরিয়ার সামরিক বাহিনীর।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। বিদ্রোহীদের হামলায় সিরিয়া সামরিক বাহিনীর হেলিপকপ্টার ভূপাতিত হওয়ার পুরনো ভিডিওকে মায়ানামারের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

Title:সিরিয়া সামরিক বাহিনীর হেলিপকপ্টার ভূপাতিত হওয়ার পুরনো ভিডিওকে মায়ানামারের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False