চীনের ‘জিয়াওঝো বে ব্রিজ’-এর ছবিকে মুম্বাইয়ের হাইওয়ের ছবি বলে ভাইরাল 

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে জলের উপর নির্মিত লম্বা, সুন্দর একটি ব্রিজের ছবি শেয়ার করে সেটিকে মুম্বাইয়ের হাইওয়ে বলে দাবি করা হচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”এটা বিদেশ নয়, মুম্বাই এর হাইওয়ে… এবার বলুন,কেন 400 পার হবে না… Mumbai India ❤️।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের ব্রিজের ছবিটি মুম্বাইয়ের নয় বরং চীনের একটি ব্রিজ। ব্রিজটির নাম জিয়াওঝো বে ব্রিজ যা কিংদাও গালফ ব্রিজ নামে পরিচিত। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করলে এটিকে চীনের ‘Jiaozhou Bay Bridge’ বলে জানতে পারি। 

তাছাড়া, অন্য বেশ কিছু ওয়েবসাইটেও এটিকে চীনের Jiaozhou Bay Bridge ব্রিজ বলে জানানো হয়েছে যা চীনের কিংডাও শহরে অবস্থিত।

উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে একটি ওয়েবসাইট পায় যেখানে লেখা হয়েছে অনেকে এই ব্রিজটিকে মুম্বাইয়ের আবার অনেকে নাইজেরিয়ার বলে জানালেও আসলে ছবির ব্রিজটি চীনে অবস্থিত যার নাম জিয়াওঝো বে ব্রিজ (Jiaozhou Bay Bridge) । 

গুগল ম্যাপ্সে ‘জিয়াওঝো বে ব্রিজ’ সার্চের মাধ্যমে আমরা একই ধরনের স্তম্ভযুক্ত একটি ছবি পেয়েছি যা ভাইরাল ফেসবুক পোস্টের ছবিতেও দৃশ্যমান। নীচে তুলনামূলক ফ্রেম দেখুনঃ 

এই একই ব্রিজের একটি ছবি স্টক ইমেজ ওয়েবসাইট ‘অ্যালামি’র ছবি গ্যালারিতেও পাওয়া যায়। ছবির বিবরণী অনুযায়ী- পূর্ব চীনের শানডং প্রদেশের কিংডাও শহরের জিয়াওঝো বে ব্রিজ যা কিংডাও উপসাগরীয় সেতু নামেও পরিচিত। ব্রিজটি ৩৬.৪৮ কিমি দীর্ঘ। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ছবির ব্রিজটি মুম্বাইয়ের কোনো ব্রিজের ছবি নয় বরং ইহা চীনের একটি ব্রিজ। ব্রিজটির নাম জিয়াওঝো বে ব্রিজ যা কিংদাও গালফ ব্রিজ নামে পরিচিত।

Avatar

Title:চীনের ‘জিয়াওঝো বে ব্রিজ’-এর ছবিকে মুম্বাইয়ের হাইওয়ের ছবি বলে ভাইরাল 

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *