নীনা গুপ্তা রামানুজান পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা নন

Missing Context Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে গণিতবিদ নীনা গুপ্তার একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নীনা গুপ্তা হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি রামানুজান পুরস্কার জিতেছেন। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ইনি হলেন! নীনা গুপ্ত গণিতবিদ যদি আপনি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের কাছ থেকে অবসর সময় পান, তবে ভারতীয়দেরও তাদের চিনতে হবে! তিনি রামানুজান  পুরস্কারে সম্মানিত হয়েছেন, তিনিই একমাত্র ভারতীয় মহিলা যিনি এই পুরস্কার জিতেছেন। এবং জন্ম কলকাতায় । ভারতের এই কন্যা গণিতে ভারতের পারদর্শিতা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন। গণমাধ্যমকর্মীরা, অর্ধনগ্ন মহাজাগতিক সৌন্দর্য থেকে যখন কিছুটা সময় পান, তখন কৃতিত্বের প্রতি খেয়াল রাখেন #রামানুজান _পুরষ্কারপ্রাপ্ত ভারতীয় গণিতবিদ নীনা গুপ্তা । “ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। প্রফেসর নীনা গুপ্ত একমাত্র ভারতীয় মহিলা নন যাকে তরুণ গণিতবিদদের জন্য রামানুজান পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সুজাতা রামদোরাই হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ২০০৬ সালে এই পুরস্কার জিতেছিলেন।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানতে পারি, প্রফেসর নীনা গুপ্তাকে ’বীজগণিত জ্যামিতি এবং পরিবর্তনশীল বীজগণিত’ ক্ষেত্রে রামানুজান ২০২১ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। কলকাতার বাসিনা নীনা গুপ্তা কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এর প্রফেসর। 

ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন আর্কাইভ 

রামানুজান পুরস্কার জয়ী একমাত্র মহিলা প্রফেসর নীনা গুপ্তা ?  

এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে রামানুজান পুরস্কার জয়ীদের পুরো তালিকা খুঁজে বের করার চেষ্টা করি। তাত্ত্বিক পদার্থবিদ্যার জন্য আন্তর্জাতিক কেন্দ্র (ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স, ICTP)-এর ওয়েবসাইটে পুরো তালিকা পেয়ে যায়। যেখানে স্পষ্ট লক্ষ্যনিয় সুজাতা রামদোরাই হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ২০০৬ সালে এই পুরস্কার জিতেছিলেন। 

ICTP ওয়েবসাইট 

ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স-এর ওয়েবসাইট প্রমান করে সুজাতা রামদোরাই হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ২০০৬ সালে এই পুরস্কার জিতেছিলেন। 

তাছাড়াও, অমলেন্দু কৃষ্ণ ২০১৫ সালে, ঋতব্রত মুন্সী ২০১৮ সালে দুই ভারতীয়কে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ২০২১ সাল পর্যন্ত শুধুমাত্র তিনজন মহিলা এই পুরস্কার জিতেছেন, তারা হলেন সুজাতা রামদোরাই (২০০৬), নীনা গুপ্তা (২০২১) এবং ব্রাজিলের ক্যারোলিনা আরাউজো (২০২০)। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। প্রফেসর নীনা গুপ্ত একমাত্র ভারতীয় মহিলা নন যাকে তরুণ গণিতবিদদের জন্য রামানুজান পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সুজাতা রামদোরাই হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ২০০৬ সালে এই পুরস্কার জিতেছিলেন।

Avatar

Title:নীনা গুপ্তা রামানুজান পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা নন

Fact Check By: Nasim Akhtar 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *