ফরাসি ছবি ‘দি সার্চ’-এর একটি দৃশ্যকে রুশ-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল  

False International

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ১৯৯৯ সালে ইউক্রেন সৈন্যের মুসলমান যুগলকে হত্যা করার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পরিবারকে ঘিরে দাড়িয়ে রয়েছে সৈন্যদের একটি দল। কথোপকথনের মধ্যেই একজন সৈন্য প্রথমে পুরুষকে এবং পরে মহিলাটিকে গুলি করে। 

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আলহামদুলিল্লাহ প্রতিশোধ শুরু হয়েছে ১৯৯৯ সালে যখন ইউক্রেন মুসলিম অধ্যূসিত চেচনিয়া দখল করে তখন এক চেচনিয়ান তার স্ত্রীর সামনে হামদ পাঠ করছিল। ইউক্রেন সৈন্যরা তাকে এভাবে হত্যা করে এখন আল্লাহ পাক ওদের চারদিক থেকে গ্রেফতার করে ফেলেছে।” 

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। মিশেল হ্যাজানাভিসিয়াস পরিচালিত ফরাসি ছবি দি সার্চ-এর একটি দৃশ্যকে রুশ-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচায় করতে আমরা প্রথমে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভেঙ্গে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, ’জ্যাক মিলার’ নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাই যার শিরোনামে লেখা রয়েছে “ দ্য সার্চ – রাশিয়ান সৈন্যরা চেচেন গ্রাম দখল করেছে [ইংজি সাব] (বিরক্ত বিষয়বস্তু)”। এই ভিডিওর ৪:০১ মিনিট থেকে ৫:৫৯ মিনিটের অংশটুকু ভাইরাল ভিডিওর অংশ। 

এই সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি, ’দ্য সার্চ’ হল একটি ফরাসি ড্রামা ছবি। এই ছবির পরিচালক হলেন মিশেল হ্যাজানাভিসিয়াস। ২০১৪ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। সিনেমার গল্প হিসেবে ভাইরাল ভিডিওর বর্ণনাঃ মদ্যপ রাশিয়ার সৈন্য বেসামরিক চেচেন পরিবারকে তাদের কিশোরী কন্যার সামনে কটূক্তি করে ও পড়ে গুলি করে হত্যা করে। উপরের দেওয়া ভিডিওতে সেটা লক্ষ্যনিয়, 

ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ’দ্য সার্চ’ নামের এই ফরাসি ছবিটিকে খুঁজে পাই। ৩:৪৮ মিনিট থেকে ৫:৪২ মিনিট অবধি ভিডিওর অংশটুকু ভাইরাল ভিডিওর অংশ। ছবির দৃশ্য যা ভাইরাল ভিডিওর সাথে মিলে যায় তা নীচে দেওয়া হল। 

তথ্য ও প্রমানের সাপেক্ষ্যে প্রমানিত হয় দ্য সার্চ নামের সিনেমার দৃশ্যকে বিভ্রান্তিকর দাবির সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ফরাসি ছবি দি সার্চ-এর একটি দৃশ্যকে রুশ-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে ।

Avatar

Title:ফরাসি ছবি ‘দি সার্চ’-এর একটি দৃশ্যকে রুশ-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *