
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও যেখানে কোর্ট রুমের ভেতরে এক ব্যাক্তি এক মহিলা বিচারপতির উপর হামলা করছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, আক্রমণকারী ব্যাক্তি মুসলিম। ১ মিনিটের এই ভিডিওটি সিসিটিভি ফুটেজের অংশ যেখানে একজন ব্যাক্তিকে আদালতে শুনানির সময় মহিলা বিচারপতিকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে হামলাকারীকে থামায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”🚨মার্কিন ভেগাস আদালতে সাজা চলাকালীন একজন বিচারককে আক্রমণ করেছে অভিযুক্ত জেহাদি মুসলিম। এখন ইউরোপীয় ইউনিয়নও এই জিহাদি শান্তিরক্ষীদের অজ্ঞতা উপলব্ধি করছে, ইউরোপীয় ইউনিয়ন কি শরণার্থীদের প্রতি নরম অবস্থানের জন্য অনুশোচনা করবে…?? সারা বিশ্ব জুড়ে যাদের আচার-আচরণ আদব কায়দা বিশ্ব শান্তির বিপক্ষে অবস্থান শুধু তাই নয় এরা নিজের দেশেও সুস্থভাবে বাঁচতে শেখেনি সারা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে এই জেহাদি মনোভাবাপন্ন মুসলিম সম্প্রদায়।“
তথ্য যাচাই করে আমরা দাবিটিকে পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ভেগাসের আদালতে বিচারকের ওপর হামলাকারী ব্যাক্তি মুসলিম নন
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোতে এই ভিডিও ঘরে প্রতিবেদন পেয়ে যায়। ‘ডেইলি মেইল’-এর ৩ জানুয়ারি,২০২৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, আদালতের ভেতরে বিচারপতির ওপর হামলার ঘটনাটি ঘটেছে লাস ভেগাসের ক্লার্ক কাউন্টি জেলা আদালতে। বিচারপতির নাম- মেরি কে হোলথাস এবং আক্রমণকারী ব্যাক্তির নাম- দেবরা ডেলোন সেভ। অস্ত্র দিয়ে হামলা ও ব্যাটারি দিয়ে ক্ষতি করার অবরাধে অভিযুক্ত দেবরা ডেলোন রেডডন-এর সুনানি চলছিল। বিচারক রায় ঘোষণার আগে নিজের পক্ষে কিছু বলার আছে কি না জানতে চান। সেই সময় অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করে এবং তার ভিত্তিতে তাকে যেন জেলে না পাঠানো হয় তার আর্জি জানান। বিচারপতি তার অপরাধের কথা বিবেচনা করে মামলার রায় ঘোষণা করার সময় অভিযুক্ত ব্যাক্তি বিচাপতি হোলথাসের ওপর লাফিয়ে পড়ে এবং ঘুষি মারেন। বিচারপতিকে বাঁচাতে আদলতের নিরাপত্তা পুলিশ কর্মীরা তার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরক্ষনেই অভিযুক্তকে নিজেদের অধীনে নেই পুলিশ।
এই ঘটনায় বিচারক সামান্য আঘাত পেয়েছেন, একজন কেরানির হাত কেটেছে এবং আদালতের একজন ডেপুটি মাথায় এবং একটি কাঁধে আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরের সপ্তাহের সোমবার অর্থাৎ ৮ জানুয়ারি অভিযুক্ত দেবরা ডেলোন রেডডনকে আদালতে তোলা হয় এবং এখানেও বিচারপতি হিসেবে ছিলেন মেরি কে হোলথাস। সেই দিন অভিযুক্তকে আগের অপরাধের জন্য অর্থাৎ ব্যাটারি ক্ষতির অপরাধে তাকে সর্বোচ্চ চার বছরের জন্য জেলের সাজা দেওয়া হয়। প্যারোল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করে ১৯ মাসের মধ্যে প্যারোল করা যেতে পারে।
হামলাকারী ব্যাক্তি রেডডেন একজন মুসলিম বা বিষয়টি সাম্প্রদায়িক তা কোনো প্রতিবেদনে কোথাও উল্লেখ করা হয়নি।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মুসলিম ব্যক্তি কর্তৃক আমেরিকার ভেগাস কোর্টরুমে একজন বিচারককে আক্রমণ করার দাবিটি মিথ্যা। বিচারকের ওপর হামলার খবরটি সত্য হলেও হামলাকারী মুসলমান নয়। এর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই।

Title:ভেগাসের আদালতে বিচারকের ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রং চড়িয়ে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Partly False