সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মহারাষ্ট্র সরকার পতনের আনন্দে নাচ করছেন অর্ণব গোস্বামী। ৩০ সেকেন্ডের এই ভিডিওতে খোস মেজাজে নাচ করতে দেখা যাচ্ছে সাংবাদিক অর্ণব গোস্বামীকে।

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, "জীবন সংগ্রামে জেতার আনন্দ টাই আলাদা😍 মুম্বাই এবার বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে সেই আনন্দে #অর্ণব #গোস্বামী 😍🕺 Let's Nacho ✊।"

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। অর্ণব গোস্বামীর নাচের প্রায় ১২ বছর পুরনো ভিডিওকে সম্প্রতি মহারাষ্ট্র সরকার পতনের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

উল্লেখ্য, মহারাষ্ট্রে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হওয়ার আবহাওয়া শুরু হয় যখন রাজনৈতিক দল শিবসেনা থেকে নির্বাচিত বিধায়ক একান্ত শিন্ডে সহ ৩৭ জন বিধায়ক দল থেকে বিচ্যুত হওয়ার মনভাবনা প্রকাশ করে এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে চাইছিল না। শেষ অবধি মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বহুমত প্রমান করতে ব্যার্থ হয় এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে আরবিন্দ নৈর নামের এক চ্যানেলে ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে পাই। ভিডিওটি ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর সাথে দেওয়া তথ্য অনুযায়ী ভিডিওটি ২০০৫ সালে সংবাদ মাধ্যম টাইমস নাও এর লাঞ্চ পার্টির সময়ের। ৫:০৯ মিনিটের দীর্ঘ এই ভিডিওর ৩:১৬ মিনিট থেকে ৩:৪৫ মিনিট অবধি ভাইরাল ভিডিওর অংশ।

গুগল সার্চের মাধ্যমে জানতে পারি সংবাদমাধ্যম টাইমস নাও ২০০৬ সালের ২৩ জানুয়ারি তারিখে শুরু করা হয়েছিল।

যেহেতু ভিডিওটি প্রায় ১২ বছর পুরনো, এখান থেকে স্পষ্ট বলতে পারি ভাইরাল এই ভিডিওর সম্প্রতির মহারাষ্ট্র সরকার পতনের সাথে কোন রকম ভাবেই সম্পর্কিত হতে পারেনা।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। অর্ণব গোস্বামীর নাচের প্রায় ১২ বছর পুরনো ভিডিওকে সম্প্রতি মহারাষ্ট্র সরকার পতনের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:মহারাষ্ট্র সরকার পতনের আনন্দে নাচ করছেন অর্ণব গোস্বামী? জানুন সত্যতা

Fact Check By: Rahul A

Result: False