তুরস্ক ভুমিকম্পের পুরনো ড্যাশক্যাম ভিডিও ফুটেজ দিল্লি ভুমিকম্পের দাবিতে শেয়ার

False National

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে দিল্লি ভুমিকম্পের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। গাড়ির ড্যাশবোর্ড থেকে করা এই ভিডিওতে দেখা যাচ্ছে হাইওয়ের পাশেই এক রাস্তায় অনেকগুলি গাড়ি দাড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ক্যামেরা সহ সমস্ত গাড়ি গুলো কম্পন করে উঠলো এবং তৎক্ষণাতই পুরো এলাকা জুড়ে বিদ্যুৎ যোগাযোগ নষ্ট হয়ে গেল। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “তীব্র মাত্রায় জম্মু কাশ্মীর, দিল্লি  ও পাঞ্জাবে ভূমিকম্প।“   

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। তুরস্ক ভুমিকম্পের ড্যাশক্যাম ভিডিও ফুটেজকে দিল্লি ভুমিকম্পের দাবিতে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখের রাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাতে হানে আফগানিস্তানের হিন্দু-কুশ অঞ্চলে। এই ভুমিকম্পের কম্পন অনুভুত হয় দিল্লি  সহ প্রতিবেশী কয়েকটি রাজ্যে। 

তথ্য যাচাই

এই ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ’দ্য গার্ডিয়ানে’র প্রতিবেদনে ভাইরাল এই ভিডিওর উল্লেখ পাওয়া যায়। ২০ ফেব্রুয়ারি,২০২৩, তারিখের এই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “ড্যাশক্যাম ফুটেজ তুরস্কে তাজা ভূমিকম্পের মুহূর্ত ক্যাপচার করা ভিডিও।“ 

প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ২০ ফেব্রুয়ারি তারিখের রাত আট’টার দিকে তুরস্কে হানা দেওয়া ভুমিকম্পের। এই ভুমিকম্পের মাত্রা ছিল ৬.৪। এই ভিডিওটি তুরস্কের হাটায় এলাকার। 

প্রতিবেদন আর্কাইভ 

ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক সিএনএন, এনডি টিভি প্রতিবেদনেও ভিডিওটিকে তুরস্ক ভুমিকম্পের বলে জানানো হয়েছে। 

প্রতিবেদন আর্কাইভ 

আরও দেখুনঃ 

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওটি তুরস্ক ভুমিকম্পের ড্যাশক্যাম ফুটেজ , সাম্প্রতিক দিল্লি  ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। তুরস্ক ভুমিকম্পের ড্যাশক্যাম ভিডিও ফুটেজকে দিল্লি ভুমিকম্পের দাবিতে শেয়ার করা হচ্ছে।  

Avatar

Title:তুরস্ক ভুমিকম্পের পুরনো ড্যাশক্যাম ভিডিও ফুটেজ দিল্লি ভুমিকম্পের দাবিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *