দিল্লী নাবালক খুনের ঘটনায় অভিযুক্তরা ও খুনের শিকার হওয়া উভয়েই হিন্দু সম্প্রদায়ের এবং একে ওপরের প্রতিবেশি ছিলঃ দিল্লী পুলিশ

Communal False

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বোনের শ্লীলতাহানির বিরোধিতা করায় মুসলিম সম্প্রদায়ের দুই যুবক মিলে খুন করলো হিন্দু বালককে। সাথে এও দাবি করা হচ্ছে, দিল্লীর পাটেল নগরে মনোজ পাণ্ডে নামে একটি ছেলে, মুসলিম সম্প্রদায়ের কয়েকজন যুবকদ্বারা তার বোনের শ্লীলতাহানির বিরোধিতা করেছিল ফলে ক্ষুব্ধ মুসলিম ছেলেরা সুপরকল্পিত ভাবে রাতের অন্ধকারে মনোজ পাণ্ডেকে ছুরিকাঘাত করে হত্যা করে।  

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ ভারতের সংখ্যালঘু শান্তিপ্রিয় সম্প্রদায়ের শান্তিপ্রিয় কাজ, ভারতের রাজধানী দিল্লির প্যাটেল নগরে ১৫ বছর বয়সী মনোজ পান্ডেকে ছুরিকাঘাতে হত্যা করেছে জিহাদীরা। সূত্রমতেঃ ঐ জিহাদীরা মনোজ পান্ডের বোনের শ্লীলতাহানির চেস্টা করে কিন্তু মনোজ প্রতিবাদ করায় জিহাদিরা শ্লীলতাহানি করতে পারেনি। কিন্তু জিহাদীরা ক্ষুব্ধ হয়ে সুপরিকল্পিতভাবে রাতের বেলায় মনোজ পান্ডে কে একলা পেয়ে ছুরিকাঘাত করে…।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া খুনের ঘটনায় অভিযুক্তরা ও খুনের শিকার হওয়া উভয়েই হিন্দু সম্প্রদায়ের এবং একে ওপরের প্রতিবেশি ছিলঃ দিল্লী পুলিশ।   

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

দিল্লীর পাটেল নগর এলাকায় এরকম কোন ঘটনা ঘটেছে কিনা জানতে প্রথমেই আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনে ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদন পেয়ে যায়। 

এনডি টিভির ২৯ অক্টোবর, ২০২২, তারিখের প্রতিবেদন অনুযায়ী, এক নাবালক তার বোনকে হয়রানি করার জন্য কয়েকটি ছেলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। প্রতিবাদকারী ছেলে তার কম্পিউটার ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল সেই সময় উত্ত্যক্তকারি ছেলে গুলো তাকে ঘিরে ফেলে এবং ছুরিকাঘাত করে তাকে গুরুতর ভাবে আহত করে পালিয়ে যায়। তাকে দ্রুত পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ১৭ বছর বয়সী মৃত ছেলের নাম মনোজ কুমার নেগি। 

প্রতিবেদন আর্কাইভ 

ফ্যাক্ট ক্রিসেণ্ডো প্যাটেল নগর পুলিশ থানায় যোগাযোগ করে এবং তদন্তকারী অফিসার কুলদীপ সিংয়ের সঙ্গে কথা বলেন। তিনি আমাদের জানিয়েছেন, “ অভিযুক্ত এবং খুনের শিকার উভয়েই একই হিন্দু সম্প্রদায়ের এবং তারা একে ওপরের প্রতিবেশী ছিল। কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু মুহূর্তের উত্তাপে এক অভিযুক্ত সবজির ছুরি দিয়ে অন্যজনকে ছুরিকাঘাত করে। এটা কোনো ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ছিল না। ক্লাস থেকে ফেরার সময় ভুক্তভোগীর বাড়ির কাছে এই ঘটনা ঘটে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুজনকেই আটক করে। দাবীটি মিথ্যা যে দুইজন মুসলিম ছেলে একটি হিন্দু ছেলেকে হত্যা করেছে কারণ তিনজনই হিন্দু ছিল।“ 

ফ্যাক্ট ক্রিসেণ্ডো এফআইআর কপির একটি ছবি ( যেখানে অভিযুক্ত এবং ভুক্তভোগীদের বিবরণ পাওয়া যেত) চাইলে পুলিশ আমাদের জানান, “এই ঘটনায় সমস্ত নাবালক জড়িত থাকায় তারা কোনও বিবরণ প্রকাশ করতে পারবে না।“ 
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া খুনের ঘটনায় অভিযুক্তরা ও খুনের শিকার হওয়া উভয়েই হিন্দু সম্প্রদায়ের এবং একে ওপরের প্রতিবেশি ছিলঃ দিল্লী পুলিশ।

Avatar

Title:দিল্লী নাবালক খুনের ঘটনায় অভিযুক্তরা ও খুনের শিকার হওয়া উভয়েই হিন্দু সম্প্রদায়ের এবং একে ওপরের প্রতিবেশি ছিলঃ দিল্লী পুলিশ

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *