কানপুর শহরের ঝড়ের ভিডিওকে মালদার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল 

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে মালদা মেডিক্যাল কলেজের সামনের ঝড়ের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড়ের হাওয়ার একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছে।  

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আজকে মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ে কী অবস্থা মানুষের।”

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। উত্তরপ্রদেশের কানপুর শহরের তুমুল ঝড়ের ভিডিওকে মালদার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

এই ভিডিওর আসল উৎস খুঁজতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কয়েকটি কি ফ্রেমে ভাগ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে দেখা যায় ‘কানপুর হিন্দুস্থান’ নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। এই টুইটে ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করন খুঁজে পাই। ২৩ মে তারিখে পোস্ট করা এই ভিডিও টুইটে ভিডিওটিকে কানপুরের ঘটনা বলে দাবি করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, “কানপুরে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড় তোলপাড় সৃষ্টি করেছে। হ্যালেট হাসপাতালে চত্তরে টিনের চাল বাতাসে উড়িয়ে বাইক আরোহীকে আঘাত করে। এ নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরাসরি দেখুন।”

https://twitter.com/KanpurHindustan/status/1528705993773060096

এই সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মুখ্যধারার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই ঘটনা কেন্দ্রিক খবর দেখতে পাওয়া যায়। জানতে পারি, সম্প্রতি কানপুর শহরে ৭০ কিমি প্রতি ঘণ্টা ঝড় হয়। ঝড়ের প্রকোপে জীবনযাত্রায় বাধা সৃষ্টি হয়, গাছপালা এবং বাড়ির ছাদ ভেঙে পড়ে বা ছাদের টিন ঝড়ের প্রচণ্ড হাওয়ায় উড়ে চলে যায়। দৈনিক ভাস্কর প্রতিবেদন এবং লাইভ হিন্দুতান প্রতিবেদন থেকেও একই খবর জানা যায়।  

ইন্ডিয়া সমাচার প্রতিবেদন আর্কাইভ 

উপরোক্ত তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায় কানপুরের ঝড়ের ভিডিওকে মালদার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে  এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। উত্তরপ্রদেশের কানপুর শহরের তুমুল ঝড়ের ভিডিওকে মালদার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:কানপুর শহরের ঝড়ের ভিডিওকে মালদার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *