
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে উত্তরপ্রদেশ পুলিশের বর্বরতার দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোন এক মাঠে পুলিশ ভ্যানের পাশেই এক পুলিশকর্মী এক মহিলার সাথে ধ্বস্তাধস্তি করছেন এবং জোরপূর্বক ঠেলে গাড়িতে উঠে বসছেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মোদিজীর গ্যারান্টি BJP শাসিত, যোগীজির উত্তর প্রদেশে বেটি পড়াও বেটি বাঁচাওয়ের নামে এইসব কাজ চলছে…!🤬 ডবল ইঞ্জিন সরকারের প্রশাসনের কার্যকলাপ😡🤬।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি উত্তরপ্রদেশের নয়, রাজস্থানের।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিও কেন্দ্রিক ভিডিও উপস্থাপনপাওা যায়। Kumar GK study news’ নামক চানেলের ৯ সেপ্টেম্বরে আপলোড করা এই উপস্থাপন অনুযায়ী, ভিডিওটি রাজস্থানের নাগৌর জেলার মকরানা উপজেলার বরবালি গ্রামে জমি নিয়ে বিরোধ চলার সময় একজন সহকারী উপ পরিদর্শক (ASI) এক মহিলা ও তার পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার ও মারামারি করে। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে গাড়িতে তুলে নেওয়ার সময় তার স্ত্রী এবং ছেলে প্রতিবাদ করলে ASI মহিলার সঙ্গে বাজে ব্যবহার শুরু করেন। এই ঘটনা গালাগালিতে রূপ নেয় এবং মারামারি হয়। অভিযুক্ত ASI-কে পুলিশ সুপার ঋচনা তোমর বরখাস্ত করেছেন।
সংবাদ মাধ্যম ‘পত্রিকা’র প্রতিবেদনে লেখা হয়েছে- ৭ সেপ্টেম্বর, ২০২৫, তারিখে রাজস্থানের নাগৌর জেলার মকরানা থানার বারওয়ালি গ্রামে এক এএসআই (সহকারী উপ-পরিদর্শক) বিনোদ কুমারের বিরুদ্ধে এক মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি জমি সংক্রান্ত একটি বিরোধের তদন্ত করতে গিয়েছিলেন। সেই সময় মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেন ও তাকে মারধর করেছিলন। এই ঘটনার একটি ভিডিও স্থানীয় লোকেরা মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় মানুষ ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তোলে। ঘটনার গুরুত্ব বুঝে জেলার পুলিশ সুপার ঋচনা তোমর দ্রুত ব্যবস্থা নিয়ে ওই এএসআইকে অস্থায়ীভাবে বরখাস্ত করেছিলেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার জিনেন্দ্র জৈনকে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, পুলিশ কর্তৃক মহিলাকে মারধরের ভিডিওটি উত্তরপ্রদেশের নয় বরং রাজস্থানের।
Title:রাজস্থান পুলিশের মহিলা নির্যাতনের ভিডিওকে উত্তরপ্রদেশের ঘটনা বলে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Misleading

