
দিল্লি বিধানসভা নির্বাচনে দীর্ঘ ২৭ বছর পরে ৭০ সিটের মধ্যে ৪৮ সিটে জয় অর্জন করে, অর্থাৎ বহুমত অর্জন করে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বরিষ্ঠ নেতাদের বৈঠকের পর শালিমার বাগ থেকে জয়ী রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই প্রেক্ষিতে ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যম ফেবসুকে শেয়ার করা হচ্ছে যেখানে একজন নারী পুকুর থেকে পানি তুলছেন, যোগব্যায়াম করছেন এবং তলোয়ার ও লাঠি চালাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে ভিডিওতে দেখতে পাওয়া মহিলা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পুরনো ভিডিও।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দিল্লীর নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, অনেক পুরোনো ভিডিও।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওতে দেখতে পাওয়া মহিলা দিল্লী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নয় বরং মারাঠি অভিনেত্রী পায়েল যাদব। অভিনেত্রী মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজকে শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, আর্কাইভ, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট,
তথ্য যাচাইঃ
পোস্টের দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘i_mpayal’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী তার নাম পায়েল যাদব। তিনি একজন অভিনেত্রী। ভিডিওটি তিনি ১৯ ফেব্রুয়ারিতে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন,” শিব রায়ের অষ্টম রূপ। শিব রায়ের অষ্টম প্রতাপ। শিবরায়ের অষ্টম পালন। ভূমন্ডলী.. ছত্রপতি শিবাজী মহারাজের মহান কাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা মহান মহারাজাদের দ্বারা অনুপ্রাণিত যারা অস্ত্রশস্ত্রে পারদর্শী, পরিণত প্রতাপপুরন্দর। হর হর মহাদেব।“
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি মারাঠা সম্রাটের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। জয়ন্তী উদযাপন উপলক্ষে মহারাষ্ট্রে একদিনের সরকারি ছুটিও থাকে। অভিনেত্রী পায়েল ১৯ ফেব্রুয়ারি তারিখে চতুর্পতি শিবাজী জয়ন্তী উদযাপন উপলক্ষে ভিডিওটি পোস্ট করেছিলেন।
ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ভিডিওটি দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নামে ভাইরাল হওয়ার পর অভিনেত্রী একটি স্পষ্টীকরণ জারি করে স্পষ্ট করেছেন ভিডিওতে দেখতে পাওয়া মহিলা রেখা গুপ্তা নয় বরং তিনি অর্থাৎ পায়েল যাদব। স্পষ্টীকরণে তিনি লিখেছনে,”নমস্কার,আমি পায়েল যাদব। ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে আমি যে মার্শাল আর্ট ভিডিওটি উপস্থাপন করেছি তা একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছি৷ তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আপনার কাজ করার শক্তি বেশি। সম্প্রতি লক্ষ্য করেছি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে এটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখাজি গুপ্তার। এই ব্যাখা ভুল। ভুল তথ্য না ছড়ানোর জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ছত্রপতি শিবাজি জয়ন্তীতে মারাঠি অভিনেত্রী পায়েল যাদবের তরবারি চালানোর ভিডিও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ভিডিও বলে শেয়ার করা হচ্ছে।

Title:দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পুরনো ভিডিও? জানুন ভিডিওর সত্যতা
Written By: Nasim AkhtarResult: False