গালে থাপ্পড় ছাপের ছবিটি কঙ্গনা রানাউতের নয় 

False Social

চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেত্রী ও মান্ডি লোকসভা কেন্দ্র থেকে নব নির্বাচিত বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে চড় মারার খবর এখন দেশ জুড়ে চর্চায় রয়েছে। এই প্রসঙ্গেই গালে চড় মারার পর আঙ্গুলের ছাপ পড়ে থাকার মত একটি ছবি শেয়ার করে সেটিকে কঙ্গনা রানাউতের গালের ছবি বলে দাবি করা হচ্ছে। সিআইএসএফ পুলিশ ও আঙ্গুলের ছাপ পড়ে থাকা গালের ছবি দুটো শেয়ার করে এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সূত্রের খবর- এক থাপ্পড়ে কাঙ্গানা বুঝতে পেরেছে দেশ 2014 সালে নয়, 1947 সালে স্বাধীন হয়েছে।কৃষকের মেয়ে। কুলবিন্দর কাউর। সিআইএসএফ কনস্টেবল। স্যালুট। কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করায় ঠাটিয়ে চড় মেরেছেন সাংসদ কঙ্গনা রানাওয়াতকে। সঙ্গে সঙ্গে সাসপেন্ড হয়েছেন। এফআইআর হয়েছে। নিশ্চয়ই জানতেন, কী হবে। তবু মেরেছেন। কৃষকের অনেক মেয়েই বাঘের বাচ্চা হয়।“ 

তথ্য যাচাই করে আমরা ছবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। অ্যান্টি মশা স্প্রের বিজ্ঞাপনের দুর্দান্ত ধারনার ছবিকে কঙ্গানা রানাউতকে চড় মারার ঘটনার সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।   

ফেসবুক পোস্ট আর্কাইভ 

উল্লেখ্য, কুলবিন্দর কাউর নামের এক সিআইএসএফ পুলিশ কর্মী কঙ্গানা রানাউতকে চণ্ডীগড় বিমানবন্দরে চড় মেরেছেন। চড় মারার পর কুলবিন্দর জানিয়েছেন যে, ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় তার মা সেই আন্দোলনের অংশ নিয়েছিলেন এবং সেই সময় কঙ্গানা বলেছিলেন যে তারা নাকি ১০০ টাকা ভাড়াতে বসে আছেন। যা নিয়ে কুলবিন্দর উত্তেজিত হয়ে নবনির্বাচিত সংসদকে চড় মেরেছেন। 

তথ্য যাচাইঃ  

আঙ্গুলের ছাপ যুক্ত ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই একই ছবি নতুন  ধারনার সাথে বিজ্ঞাপন নির্মাণকারী coolmarketingthoughts-এর ওয়েবসাইটে পাওয়া যায়। গালে থাপ্পড় মারার পর আঙ্গুলের ছাপ রয়েছে এরকম তিনজনের ছবি রয়েছে এখানে। এরা তিনজনের হয় নিজেদের থাপ্পড় মেরেছে না হয় অন্য কেউ তাদের চড় মেরেছে যার দরুন তাদের গালের থাপ্পড়ের নিশানা রয়েছে। মশা, মাছি মারা স্প্রের প্রচারাভিযানের জন্য এরকম করা হয়েছে। ট্যাগ লাইনটা অনেকটা এরকম- মশা, মাছির উপদ্রপে নিজেকে চড় না মেরে বা ব্যাস্ত না হয়ে ‘বেয়গন স্প্রে’ ব্যবহার করুন। 

Adsoftheworld-এর ওয়েবসাইট অনুযায়ী, ‘স্ল্যাপ ২’ নামের এই প্রচারাভিযানটি ২০০৬ সালের ৩০ মে তারিখে প্রকাশিত হয়েছিল। 

বেয়গন হল মশা, মাসি মারার একই স্প্রে যা পোকামাকড়কে দ্রুত মেরে ফেলার ক্ষমতা রাখে। এই স্প্রেটি গন্ধহীন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গালে থাপ্পড়ের চিহ্নের ছবিটি কঙ্গানা রানাউতের নয়। ছবিটি বেয়গন নামক মশা, মাছি মারার একটি স্প্রের প্রচারাভিযানের অংশ। ছবিটি বিজ্ঞাপনের জন্য ক্যামেরাবন্দি করা হয়েছিল।

Avatar

Title:গালে থাপ্পড় ছাপের ছবিটি কঙ্গনা রানাউতের নয়

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *