
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে ইরাক ও সিরিয়ার দাস বাজারে ইয়াজিদি নারীদের বিক্রি করছে আইএসআইএস জঙ্গিরা বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে বোরকা পরা কিছু মেয়ে এক লাইনে দাঁড়িয়ে আছে। একের পর এক নারীদের হিজাব তুলে দেখছে একজন পুরুষ। ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ার বাজারে ইহুদি নারীদের বিক্রি করেছে বলে দাবি করা হচ্ছে। তারা নারী ও শিশুদের অপহরণ করে তাদের দাস বানিয়েছিল। অনেক মহিলাকে বিক্রি করা হয়েছিল এবং কিছু এখনও তাদের বন্দী অবস্থায় রয়েছে বলেও দাবি করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে- এভাবেই ইরাক ও সিরিয়ার sIavery বাজারে lSlS ইয়েজিদি মহিলাদের বিক্রি করেছে। 7000 ইয়েজিদি নারী ও শিশুকে অপহরণ করে ক্রীতদাস বানানো হয়েছিল। LSIam-এ রূপান্তর করতে অস্বীকার করার জন্য 10,000 জনকে হত্যা করা হয়েছিল। এখনও 2713 ইয়েজিদি lSlS বন্দিদশায় নিখোঁজ। #TheKeralaStory #intlprotection4yazidis।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ইরাকের শিল্পী আরিয়ান রফিকের একটি নাটকের দৃশ্যকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
পোস্টের ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিও সম্বলিত একটি টিকটক পোস্ট পাওয়া যায়। ভিডিওটি ৭ মে, ২০২৩, তারিখে পোস্ট করা হয়েছে। সাথে লেখা হয়েছে, “The Unheard Screams of The Ezidkhan Angels 2023 by Aryan Rafiq।“

এটিকে সুত্র ধরে Aryan Rafiq নামের একটি ফেসবুক প্রোফাইল পেয়ে যায়। তার প্রোফাইলে ’The Unheard Screams Of The Ezidkhan Angels’ নামের নাটকটির লাইভ প্রদর্শনের একটি ভিডিও পাওয়া যায়। নাটকটি ৭ মার্চ তারিখে প্রদর্শিত হয়েছে বলে জানিয়েছে শিল্পী Aryan Rafiq। ৫ মিনিট ১০ সেকেন্ডের এই নাটকের ৩ মিনিট ৩৯ সেকেন্ডের পর থেকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে পেছনের দিকে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থাকা বোরকা পরিহিত মেয়েদের এক এক করে বোরকা তূলে দেখছেন এক পুরুষ যা আমাদের ফেসবুক পোস্টের সাথে মিলে যাচ্ছে।
ফেসবুক পোস্টের ভিডিওটি ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ার বাজারে ইহুদি নারীদের বিক্রি করার দাবি সহ ভাইরাল হয়ে যাওয়ার পর শিল্পী Aryan Rafiq ভাইরাল দাবি খণ্ডনকারী একটি টুইট পোস্ট তার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে পিন করে দেন। এই ব্যাখ্যামূলক টুইটে লেখা হয়েছে, “এটি এমন একটি পারফরম্যান্স যা যৌনদাসী বিক্রির আইএস (দায়েশ) নিষ্ঠুরতার চিত্র তুলে ধরে।“

ইহা প্রদর্শিত হয়েছিল ইরাকের এরবিল সিটাডেলের পাশে অবস্থিত পারকি শারে।
৮ মার্চ তারিখের ফেসবুক পোস্টের মাধ্যমে নাটকটি দেখার জন্য সবাইকে আমন্ত্রিত করছেন।

Aryan Rafiq-এর ইন্সতা প্রোফাইলেও এই ছবিটি ৮ মার্চ তারিখে একটি তথ্য সহিত পোস্ট করা হয়েছে।
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভিডিওটি একটি নাটকের অংশ। বাস্তবে তার অস্তিত্ব নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ইরাকের শিল্পী আরিয়ান রফিকের একটি নাটকের দৃশ্যকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:ইরাক ও সিরিয়ার দাস বাজারে ইয়াজিদি নারীদের বিক্রি করছে আইএসআইএস জঙ্গিরা ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Written By: Nasim AkhtarResult: False