প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের মায়ের নামে নির্মিত কলেজের ছবিকে তার বাড়ি দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্টে একটি ভবনের ছবি শেয়ার দাবি করা হচ্ছে, এটি তৃণমূল নেতা নান্টু প্রধানের বাড়ি। ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় বিল্ডিং রয়েছে যার সামনে কয়েজন লোককে দেখা যাচ্ছে এবং কয়েকটি টোটো গাড়ি দাড়িয়ে রয়েছে। ভবনের সামনেই একটি উঁচু বেদির মতো বানিয়ে একটি মূর্তি রাখা রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “কত বড় লুঠেরার দল তৃণমূল কংগ্রেস !”।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। নান্টু প্রধানের মায়ের নামে নির্মিত বিএড কলেজ ‘আশালতা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’-এর ছবিকে তার বাড়ি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
কে এই নান্টু প্রধান?
২০০৩ সালের পঞ্চায়েত ভোটে নান্টু প্রধান পূর্ব মেদিনীপুরের জেলার ভগবানপুর অঞ্চলের প্রধান হিসেবে নির্বাচিত হন। ২০১৩ সাল পর্যন্ত পদ ধরে রাখেন তিনি। বিভিন্ন বেআইনি এবং অসামাজিক কাজের সাথে যুক্ত থাকার একাধিক অভিযোগ ছিল তার নামে। স্থানীয়দের মতে, নান্টু এলাকার ডন ছিলেন, তার অনুমতি ছাড়া কেউ এলাকার প্রবেশ করার সাহস পেট না। চাষজমিতে নোনাজল ঢুকিয়ে ভেড়ি বানানোর অভিযোগ ছিল নান্টুর বিরুদ্ধে এবং এই বিষয়কে কেন্দ্র করেই অনেকের সাথে তার সংঘর্ষ বাঁধে। এরপর ২০১৮ পঞ্চায়েত ভোটের আগে নান্টু প্রধান খুন হন এবং জলাজমি থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, সংবাদপত্র ‘আনন্দবাজার পত্রিকার’ ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, তারিখের একটি প্রতিবেদনে এর অনুসন্ধান পাই। প্রতিবেদনটি পড়ে জানতে পারি, নান্টু প্রধান মৃত্যুর আগে তার মায়ের নামে একটি বিএড কলেজ প্রতিষ্ঠা করেন। ভাইরাল ছবিটি যে ভবনটি দেখা যাচ্ছে সেটি আসলে এই বিএড কলেজের ছবি, নান্টুর বাড়ির নয়।
এই সুত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। জানতে পারি নান্টু প্রধান নির্মিত এই কলেজের নাম ‘আশালতা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’। নান্টুর মায়ের নাম ছিল আশালতা।
এই কলেজের ওয়েবসাইটে থেকে জানতে পারি, নান্টু প্রধান এই প্রশিক্ষণ কলেজটি প্রতিষ্ঠা করেছেন। এছাড়া, কলেজের কিছু ছবি দেখতে পাই যা ভাইরাল ছবির সাথে হুবহু মিলে যায়। যেমন, ভবনের আকার এবং সামনে রাখা মূর্তি।
ভগবানপুরের অবস্থিত এই বিএড কলেজের ছবি গুগল ম্যাপসে সহজে পেয়ে যাই। এই লোকেশনের ফোটোজ সেকশনে এই আশালতা কলেজের একাধিক ছবি দেখতে পাই। ছবিগুলিতে স্পষ্টতা থাকায় বোঝা যায়, ভবনের সামনের স্বামী বিকেনন্দের মূর্তি রাখা রয়েছে।
গুগল ম্যাপসে থাকা অন্য ছবি গুলো দেখতে ক্লিক করুন এখানে।
নীচে ভাইরাল ছবি ও আসল ছবির তুলনা দেওয়া হল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। নান্টু প্রধানের মায়ের নামে নির্মিত বিএড কলেজ ‘আশালতা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’-এর ছবিকে তার বাড়ি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
Title:প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের মায়ের নামে নির্মিত কলেজের ছবিকে তার বাড়ি দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার
Fact Check By: Nasim AResult: False