ইরানি শিল্পীকে প্রখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার নাতি হিসেবে চিহ্নিত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক ছোট্ট ছেলের একটি বাদ্যযন্ত্র বাজানোর ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে ভিডিওর ছেলেটি প্রয়াত সন্তুর কিংবদন্তি পন্ডিত শিবকুমার শর্মার নাতি অভিনব।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”এই ছোট্ট ছেলেটির প্রতিভার এত যে কি সুন্দর বাজাচ্ছে এইটা আপনাদের দেখাবার জন্যই পোস্ট টা করলাম। Pandit Shiv Kumar's grandson Abhinav playing the Santoor like he was born with the art of playing santoor! Looks like his grandfather too. Beautiful”
তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওর ছেলেটি পন্ডিত শিব কুমার শর্মার নাতি নয়। বরং বাচ্চাটির নাম ইউসুফ বেহকার যার বয়স ৮ বছর। ইউসুফ ইরানের বাসিন্দা। সে যে বাদ্যযন্ত্রটি বাজাচ্ছেন তা সন্তুর নয় বরং মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী স্ট্রিং যন্ত্র যার নাম কানুন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি bahman_behkar_kanoun নামের ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী, এই গানটি একটি ফারসি গান যার নাম আল-বিন্ত আল-শালবিয়্যাহ। ভিডিওটিতে বাদ্যযন্ত্র বাজানো ছেলেটিকে @yusof_behkar বলে জানানো হয়েছে।
ফ্যাক্ট ক্রিসেণ্ডো bahman_behkar_kanoun-এর সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন,”এটি আমার ছেলে ইউসুফ বেহকার, ইরানের একজন ৮ বছর বয়সী বালক যার মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী স্ট্রিং যন্ত্র কানুন বাজাতে অসাধারণ প্রতিভা রয়েছে। তার অল্প বয়স হওয়া সত্ত্বেও ইউসুফ ব্যতিক্রমী দক্ষতা এবং সঙ্গীতের প্রতি গভীর আবেগ রয়েছে। ইউসুফ বেহকারের একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। সেখানে ইউসুফ বেহকারের কানুন বাজানোর অনেক ভিডিও রয়েছে।“
আমরা পর্যবেক্ষণ করে সেই পেজেও ভাইরাল এই ভিডিওটি পাই।
গানুন বা কানুন হল মধ্যপ্রাচ্যের একটি স্ট্রিং যন্ত্র যা হয় এককভাবে বা দলগত ভাবে বাজানো হয়। ইরান, আরব প্রাচ্য এবং উত্তর আফ্রিকার আরব মাগরেব অঞ্চলে এবং পরে এটি পশ্চিম আফ্রিকা, মধ্যাঞ্চলে পৌঁছেছিল। এর প্রচলন প্রাচীন আর্মেনিয়া এবং গ্রীসেও খুব সাধারণ ছিল।
পণ্ডিত শিবকুমার শর্মা ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ এবং সন্তুর বাদক যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জন্য সন্তুরকে অভিযোজিত করার জন্য কৃতিত্বপ্রাপ্ত। ‘হিন্দুস্তান টাইমস’-এর ৫ সেপ্টেম্বর,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, পণ্ডিত শিব কুমার শর্মার দুই সন্তান রোহিত ও রাহুল। শর্মার ছোট ছেলে রাহুলের অভিনব নামে একটি ছেলে রয়েছে। প্রতিবেদনে রাহুল শর্মা এবং তার ছেলে অভিনবের যন্ত্র বাজানোর একটি ছবিও দেখানো হয়েছে।
প্রতিবেদন | আর্কাইভ |
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওতে বাদ্যযন্ত্র বাঁজাতে দেখতে পাওয়া ছেলেটি পণ্ডিত শিবকুমার শর্মার নাতি নয় বরং ইরানের বাসিন্দা বেহমান বেহকারের ছেলে ইউসুফ বেহকার। সে যে বাদ্যযন্ত্রটি বাজাচ্ছেন তা সন্তুর নয় বরং মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী স্ট্রিং যন্ত্র যার নাম কানুন।
Title:ইরানি শিল্পীকে প্রখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার নাতি হিসেবে চিহ্নিত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
Written By: Nasim AResult: Misleading