
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পকেট যুক্ত স্যান্ডো গেঞ্জি পরলেন দেবাংশু ভট্টাচার্য। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল মুখপাত্র দেবাংশু একটি সাদা গেঞ্জি পরে দাড়িয়ে রয়েছে যার বুকে একটি কালো রঙের পকেট রয়েছে। তিনি একটি জানলার সামনে দাড়িয়ে ছবিটি তুলেছেন।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “নেও স্যান্ডো গেঞ্জীতে বুক পকেট এসে গেছে। এবার কি হবে?”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। স্যান্ডো গেঞ্জিতে পকেট যুক্ত দেবাংশু ভট্টাচার্যের ভাইরাল এই ছবিটি সম্পাদিত।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল তারিখে কালবৈশাখী বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে সাক্ষাৎ করতে নন্দিগ্রামের হরিপুর গ্রামে যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে শুভেন্দু অধিকারি তার স্যান্ডো গেঞ্জি দেখিয়ে উত্তরে জানান, “স্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন।” সেই আবহেই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা প্রথমে দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তার এই ছবি খুঁজে দেখি। এরকম কোনও ছবির সন্ধান পাওয়া যায় না।
এরপর আমরা ভাইরাল ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে ভাইরাল এই ছবি ও দেবাংশুর একটি পুরনো প্রোফাইল পিকচারের মিল খুঁজে পাই। তার দাড়িয়ে থাকার ভঙ্গি, চশমা এবং পেছনে থাকা জানালা হুবহু মিলে। এছাড়া, ভাইরাল ছবিতে তৃণমূল নেতার গলার কাছে ভালোভাবে দেখালে অসঙ্গতি স্পষ্ট ভাবে লক্ষ্য করা যায়। এই ছবিটি সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। নীচে ভাইরাল ছবি এবং আসল ছবির একটি তুলনামূলক ফ্রেম দেওয়া হল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। স্যান্ডো গেঞ্জিতে পকেট যুক্ত দেবাংশু ভট্টাচার্যের ভাইরাল ছবিটি সম্পাদিত।

Title:স্যান্ডো গেঞ্জিতে পকেট যুক্ত দেবাংশু ভট্টাচার্যের ভাইরাল ছবিটি সম্পাদিত
Fact Check By: Nasim AResult: Satire