
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে অযোধ্যার কলশ যাত্রার ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের এই ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরিহিত জনগণের একটি মিছিল রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#অযোধ্যা ধামে কালাশ যাত্রা, দেখে মন ছুঁয়ে গেলো।❤️জয় শ্রী রাম❤️🚩🙏🏻।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০১৭ সালে মথুরায় অনুষ্ঠিত কলশ যাত্রার ভিডিওকে অযোধ্যার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, দেবী হেমলতা শাস্ত্রী জি নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি খুঁজে পাই। ২০১৭ সালের ৩০ জানুয়ারি তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা রয়েছে, “জমকালো কালাশ যাত্রা!! মথুরা!! শ্রী ভাগবত কথা!! দেবী হেমলতা শাস্ত্রী।” এই ভিডিওর ১ মিনিট ১০ সেকেন্ডের পরের অবশিষ্ট অংশকে ভাইরাল করা হয়েছে।
ফ্যাক্ট ক্রিসেন্ডো দেবী হেমলতা শাস্ত্রীর সমন্বয়কারী “মহেশ কুমার” এর সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছে “ভাইরাল ভিডিওটি মথুরায় দেবী হেমলতা শাস্ত্রীজির কলশ যাত্রার। ভিডিওটি আমার নিজের মোবাইল থেকে নেওয়া। ভিডিওর শুরুতে আপনি শুনতে পাচ্ছেন, আমি একটি ছেলেকে দৌড়ে বাসে উঠে পুরো ভিডিওটি করতে বলছি। এতে আপনি আরও দেখতে পাবেন যে দেবী রথে বসে আছেন এবং আমি সাদা কুর্তায় তার পাশে দাঁড়িয়ে আছি। মথুরায় ভাগবত কথার প্রথম দিনে কলশ যাত্রা বের করা হয়েছিল এবং এই ভিডিওটি অনেক দিন পর আপলোড করা হয়।”
উপরোক্ত প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় এই ভিডিওটি অযোধ্যার নয়। মথুরার ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৭ সালে মথুরায় অনুষ্ঠিত কলশ যাত্রার ভিডিওকে অযোধ্যার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:মথুরায় অনুষ্ঠিত কলশ যাত্রার পুরনো ভিডিওকে অযোধ্যার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False