গ্রেটার নয়ডায় কলশযাত্রার পুরনো ভিডিওকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সাথে জুড়ে শেয়ার 

False Social

চলতি মাসের ২২ তারিখ উদ্বোধন হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির। উদ্বোধন সভায় উপস্থিতির জন্য নিমন্ত্রন পত্র পাঠানো চলছে জোর কদমে। ইতিমধ্যে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে, বিরোধী দল নেতা অধির রঞ্জন চৌধুরী ও সোনিয়া গান্ধী সহ কয়েকটি বিরোধী দলের তরফ থেকে জানানো হয়েছে এই শুভ উদ্বোধন পর্বে তারা অংশগ্রহণ করবেন না। এই নিয়ে মিডিয়াই চর্চা এখন তুঙ্গে। রাম মন্দিরের উদ্বোধনকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়াই পোস্ট করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও পোস্ট। একটি শোভাযাত্রার ভিডিও শেয়ার করে সেটিকে নেপাল থেকে অযোধ্যা রাম মন্দির যাওয়ার শোভাযাত্রা বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে অনেক জন লোককে পুরো রাস্তা ঘিরে জয় শ্রী রাম স্লোগান দিতে দিতে চলতে দেখা যাচ্ছে। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। গত বছর জুলাই মাসে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় আয়োজিত কলশ যাত্রার ভিডিওকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন পর্বের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ 

ভিডিওর আসল উৎস জানতে ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে,একই রকম দৃশ্য যুক্ত এবং তুলনামূলক কম সময়ের একটি ইউটিউব ভিডিও পাওয়া যায় যেখানে বলা হয়েছে এটি গ্রেটার নয়ডার কলশ যাত্রার ভিডিও এবং এই যাত্রায় ধিরেন্দ্র শাস্ত্রী উপস্থিত ছিলেন। ভিডিওটি ৯ জুলাই,২০২৩, তারিখে আপলোড করা হয়েছে। 

এটিকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বাগেশ্বর ধাম সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। যেই ভিডিওর ০:৫৮ মিনিটের পর থেকে ভাইরাল ভিডিওর হুবহু দৃশ্য দেখতে পাওয়া যায়। ৯ জুলাই,২০২৩, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”জৈতপুর গ্রেটার নয়ডায় শোভা যাত্রা ও কালশ যাত্রা।“  

গ্রেটার নয়ডায় ১০ জুলাই থেকে ১৬ জুলাই তারিখ অবধি বাবা বাগেশ্বর ধাম শাস্ত্রীর দিব্য দরবার উদযাপনের আগে এই কলশযাত্রা বের করা হয়েছিল। এই কলশ যাত্রায় হাজার হাজার লোক অংশগ্রহণ করেছিলেন। যার দরুন এই কলশজাত্রার দৈর্ঘ্য হয়েছিল প্রায় ৩ কিমি। 

দৈনিক অনলাইন আর্কাইভ 

ইটিভি প্রতিবেদন,নবভারত টাইমস প্রতিবেদন 

‘স্বধর্ম নিউজে’র প্রতিষ্ঠাতা সুরজিত দাশগুপ্ত ভিডিওটি শেয়ার করে লিখেছেন,”ভাগবত কথার অধিবেশনের জন্য পন্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ৭৫,০০০ মহিলা গ্রেটার নয়ডার রাস্তায় যাত্রায় নেমেছিলেন। এটাই আসল ভারত যাকে কোনো হানাদার বাদ দিতে পারেনি।“ 

আরও দেখুনঃ 

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওটি অযোধ্যা রাম মন্দিরের সাথে সম্পর্কিত নয় বরং গত বছর জুলাই মাসে গ্রেটার নয়ডায় আয়োজিত কলশযাত্রার।   

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। বাগেশ্বর ধাম বাবা ধিরেন্দ্র শাস্ত্রীর আহ্বানের সাড়া দিয়ে গ্রেটার নয়ডায় আয়োজিত কলশযাত্রার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।  

Avatar

Title:গ্রেটার নয়ডায় কলশযাত্রার পুরনো ভিডিওকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সাথে জুড়ে শেয়ার

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *