লাদাখ ডিজিপির সোনাম ওয়াংচুককে প্রমাণ ছাড়া গ্রেফতার করার কথা স্বীকারের ভিডিওটি সম্পাদিত

Altered Social

২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ২:৩০ টার দিকে  লেহে (লদাখ) পুলিশের একটি দল, যার নেতৃত্বে ছিলেন লদাখের ডিজিপি এস.ডি. সিং জামওয়াল বিশিষ্ট সমাজসেবী ও সমাজ সুধারক সোনাম ওয়াংচুককে গ্রেফতার করে। তাকে National Security Act (NSA) (জাতীয় নিরাপত্তা আইন) এর আওতায় আটক করা হয়েছে। তারপর থেকে লাদাখে থমথমে পরিবেশ বিরাজমান। এই প্রেক্ষিতে ডিজিপি এস.ডি. সিং জামওয়াল-এর একটি সামাজিক মাধ্যমে বিশাল ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, লাদাখ এডিজিপি ড. এস ডি সিং স্বীকার করছেন তিনি কোনো প্রমাণ ছাড়াই ভারতের প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছেন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” লাদাখ এডিজিপি ড. এস ডি সিং স্বীকার করেছেন যে তিনি কোনো প্রমাণ ছাড়াই ভারতের প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছেন। বিজেপি দেশ টাকে শেষ করে দিয়েছে! 😡😡😡।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সম্পাদিত। লাদাখের ডি.জি.পি বলেননি যে সোনাম ওয়াংচুককে প্রমাণ ছাড়া গ্রেফতার করা হয়েছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই সাংবাদিক বৈঠকের দীর্ঘ সংস্করণ ‘দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২৭ সেপ্টেম্বর,২০২৫, তারিখে আপলোড করা এই ভিডিওর বিবরণীতে লেখা রয়েছে,”লাদাখের পুলিশ মহাপরিদর্শক (DGP) এস. ডি. সিং জামওয়াল শনিবার বলেন, সক্রিয়তাবাদী সোনাম ওয়াংচুকের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে – এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি আরও বলেন, গত বুধবারের সহিংস বিক্ষোভের মূল পরিকল্পনাকারী ছিলেন সোনাম ওয়াংচুক। উল্লেখ্য, লাদাখকে পূর্ণ রাজ্যত্ব দেওয়া এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে যুবকরা বিক্ষোভ করছিলেন। সেই সময় পুলিশ গুলি চালালে চারজন বিক্ষোভকারী নিহত হন। পুলিশপ্রধান ওই গুলিচালনার পক্ষে সাফাই দিয়ে বলেন, পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে।“ 

ভিডিওর কোথাও ডি.জি.পি বলেননি যে সোনাম ওয়াংচুককে প্রমাণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। 

PIB Fact Check- এর এক্স হ্যান্ডেল থেকে সংশ্লিষ্ট ভিডিওকে নিয়ে একটি পোস্ট পাওয়া যায় যেখানে ভাইরাল দাবিকে খণ্ডন করে লেখা হয়েছে,”লাদাখের পুলিশ মহাপরিদর্শক (DGP) ডঃ এস.ডি. সিং-এর একটি ডিজিটালি সম্পাদিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে তিনি দাবি করছেন যে সোনাম ওয়াংচুককে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে কোনো প্রমাণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। লাদাখের DGP এমন কোনো মন্তব্য করেননি। এই ধরনের জনমহলকে বিভ্রান্ত ও আতঙ্কিত করার উদ্দেশ্যে তৈরি করা এআই-জেনারেটেড ভিডিও সম্পর্কে সতর্ক থাকুন।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি সম্পাদিত। লাদাখের ডি.জি.পি বলেননি যে সোনাম ওয়াংচুককে প্রমাণ ছাড়া গ্রেফতার করা হয়েছে। 

Avatar

Title:লাদাখ ডিজিপির সোনাম ওয়াংচুককে প্রমাণ ছাড়া গ্রেফতার করার কথা স্বীকারের ভিডিওটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar  

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *