পাঁচিল টপকে পালানোর চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক ? জানুন ভাইরাল ছবির সত্যতা
এক ব্যাক্তির পাঁচিলের উপর উঠে দাড়িয়ে থাকার একটি ছবি যুক্ত একটি গ্রাফিক পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার সেই ব্যাক্তিকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলে দাবি করা হচ্ছে। সাথে দাবি করা হচ্ছে, সিবিআই জেরা থেকে রক্ষা পেতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এই গ্রাফিক্সে লেখা হয়েছে, “দুয়ারে সিবিআই পাঁচিলে বিধায়ক! সিবিআই তল্লাশি চলাকালীন পাঁচিল টপকে বাড়ি থেকে পালানোর চেষ্টা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর বাপের জন্মেও বাঙালি এই দৃশ্য দেখেনি। নতুন তৃণমূল সেটাও দেখিয়ে দিল।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পাঁচিলের উপর দাড়িয়ে থাকা ব্যাক্তিটি বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নন। পাঁচিলের উপর দাড়িয়ে সিবিআই তদন্তকারীর পর্যবেক্ষণ করার ছবিকে তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পাঁচিল টপকে পালানো দাবিতে ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভাইরাল এই ছবিটি কেন্দ্রিক ’আনন্দবাজার পত্রিকার’ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার অর্থাৎ ১৪ তারিখে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারীর একটি দল বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে অভিযান চালিয়েছেন। তল্লাশি চলাকালীন বিকেল ৪টা নাগাদ বিধায়ক অসুস্থতার কথা বলে শৌচাগার যাওয়ার নাম করে পাঁচিল টপকে নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলেছিলেন। এই দুই মোবাইলে পাওয়া যাবে দুর্নীতি সম্পর্কিত মুল্যবান তথ্য বলে মনে করেছেন তদন্তকারীর দল। সিবিআই অফিসাররা হাত-পা গুটিয়ে মোবাইল উদ্ধারকার্যের জন্য লেগেছেন। ছবিতে দেখতে পাওয়া ব্যাক্তি বিধায়ক নন, বরং একজন তদন্তকারী যে পাঁচিল টোপকে মোবাইল কতদুরে গিয়ে পড়েছে অনুমান করার জন্য পাঁচিলে উঠে তা অনুমান লাগানোর চেষ্টা করেছেন।
এই ঘটনার তিনটি পাম্প লাগিয়ে পুকুরের জল খালি করা হচ্ছে। যার ফলস্বরুপ মিলেছে একটি মোবাইল ফোন। এই তল্লাশি অভিযানে বিধায়কের বাগান থেকে উদ্ধার হয়েছে নথি ভর্তি ৫টি ব্যাগ যেখানে রয়েছে প্রায় ৩৫০০ নামের তালিকা, মিলেছে টাকা লেনদেনের হিসেব।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। পাঁচিলের উপর দাড়িয়ে থাকা ব্যাক্তিটি বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নন। পাঁচিলের উপর দাড়িয়ে সিবিআই তদন্তকারীর পর্যবেক্ষণ করার ছবিকে তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পাঁচিল টপকে পালানো দাবিতে ভাইরাল করা হচ্ছে।
Title:পাঁচিল টপকে পালানোর চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক ? জানুন ভাইরাল ছবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False