
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, গুরু পূর্ণিমা উপলক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অর্পিতা। পোস্টের অর্পিতার একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট দেওয়া রয়েছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে। ওই স্ক্রিনশটে পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “শুধু অক্ষর জ্ঞানই নয়, গুরু শিখিয়েছেন জীবন জ্ঞান, গুরুমন্ত্রকে আত্তীকরণ করা সাগর পেরিয়ে যাও। শুভ গুরু পূর্ণিমা।”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুল এবং সত্য নয়। অর্পিতা মুখার্জির একটি ফেসবুক পোস্টকে সম্পাদিতে করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট (ইডি) এসএসসি দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায় নামে একজনকে বেহালা থেকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে ২১ কোটি টাকা, সোনা গয়না, একাধিক মোবাইল ফোন এবং বিদেশী মুদ্রা উদ্ধার হয়। ইডির দাবি তিনি তৃণমূলের মুখ্য সচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি। এই ঘটনার পর সরগরম বাংলার রাজনৈতিক মহল। জানুন বিস্তারিত।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা ফেসবুকে গিয়ে অর্পিতার ফেসবুক প্রোফাইল খুঁজে বের করার চেষ্টা করি। ভাইরাল পোস্টের স্ক্রিনশটে দেওয়া ক্যাপশন দিয়ে কিওয়ার্ড সার্চ করতেই ‘Arrpieta’ নামের প্রোফাইল আমরা খুঁজে পাই। ১৩ জুলাই তারিখের গুরু পূর্ণিমার পোস্টের অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দেননি। আসল পোস্টে একটি হাতের ছবি দেওয়া রয়েছে। এই হাতের ছবির যায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের ছবি বসিয়ে ভুয়ো পোস্ট করা হচ্ছে। এই পোস্ট পরে পরিবর্তন করা হয়নি কারণে ফেসবুকে কোনও সম্পাদনার বিবরণ দেওয়া নেই।

নিচে সম্পাদিত ভাইরাল পোস্ট এবং আসল পোস্টের স্ক্রিনশট দেওয়া হল। এর থেকে আরও স্পষ্ট হয়ে যায় অর্পিতার পোস্টকে সম্পাদিত করা হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। অর্পিতা মুখার্জির একটি ফেসবুক পোস্টকে সম্পাদিতে করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:গুরু পূর্ণিমায় পার্থকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন অর্পিতা? জানুন ভাইরাল ছবির সত্যতা
Fact Check By: Rahul AResult: Altered